Monday , 13 May 2024
শিরোনাম

ব্যাংক কর্মকর্তার মৃত্যু: ১০ কোটি টাকা ক্ষতিপূরণে লিগ্যাল নোটিশ

নির্মাণাধীন ভবন থেকে মাথায় ইট পড়ে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক দিপু সানার (৩৭) মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে লিগ্যাল নোটিশ দেয়া হয়েছে।

সোমবার (১৫ জানুয়ারি) অভিযুক্ত ভবনের মালিককে এ নোটিশ দেয়া হয়। এতে সাত দিনের মধ্যে এ ক্ষতিপূরণ দিতে বলা হয়।

আইনজীবী মোহাম্মদ ছফওয়ান করিম জনস্বার্থে এ লিগ্যাল নোটিশ পাঠান।

এতে বলা হয়, এই ঘটনায় বিবাদীদের ব্যর্থতা রয়েছে, তাই দিপু সানার পরিববারকে ১০ কোটি টাকা ৭ দিনের মধ্যে দিতে হবে। না হলে আইনি ব্যবস্থা নেবেন তিনি। একই সঙ্গে দায়ীদের গ্রেপ্তারেরও আহ্বান জানানো হয়।

প্রসঙ্গত, গত ১০ জানুয়ারি রাতে রাজধানীর মৌচাক এলাকার ফখরুদ্দিন রেস্টুরেন্টের পাশে নির্মাণাধীন একটি ভবন থেকে দিপু সানার মাথার ওপর ইট পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) তার মৃত্যুর ঘটনায় রমনা থানায় মামলা করেছে পরিবার।

দিপুর সানার বাড়ি খুলনার পাইকগাছা থানার সোলদানা গ্রামে। তার বাবার নাম তপন কুমার সানা। স্বামী সফটওয়্যার ইঞ্জিনিয়ার তরুণ কুমার বিশ্বাস ও তিন বছরের ছেলে নিশিরাজ বিশ্বাসকে নিয়ে মগবাজার গাবতলা এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন তিনি। ২০১৭ সালে বাংলাদেশ ব্যাংকে কর্মকর্তা হিসেবে যোগ দেন দিপু সানা। পরে সহকারী পরিচালক হন।

 

Check Also

পাটবীজের আমদানি নির্ভরতা কমিয়ে আনা সম্ভব: বিজেআরআই মহাপরিচালক

পাটবীজের আমদানি নির্ভরতা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব বলে জানিয়েছেন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই) মহাপরিচালক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x