Saturday , 18 May 2024
শিরোনাম

ভারতীয় ভিসা সেন্টারগুলো খোলা রাত ৮টা পর্যন্ত

দীর্ঘদিন পর সড়কপথে সব ধরনের ভিসা দিচ্ছে প্রতিবেশী দেশ ভারত। দুই দেশেই করোনা সংক্রমণ কমে যাওয়ায় কিছু নিয়মেও এসেছে শিথিলতা। বুধবার (৩০ মার্চ) থেকে ভ্রমণসহ সব ধরনের ভিসা নিয়ে ভারতে ঢুকতে পারছেন বাংলাদেশিরা। এর পর থেকেই প্রচন্ড চাপে ভিসা সেন্টারগুলো। প্রতিদিন রাত থেকে সিরিয়ালে থেকেও অনেকে ভিসা না পেয়ে ফিরত যাচ্ছে। এতে করে চাপ সামলাতে হিমশিম খাচ্ছিলো ভিসা সেন্টারগুলো। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় পুরো রমজান মাস জুড়ে ভারতীয় হাইকমিশনের সব ভিসা সেন্টারের কার্যক্রম সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।

ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের (আইভিএসি) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

আইভিএসি’র ওয়েবসাইটে বলা হয়েছে, বুধবার থেকে পুরো রমজান মাসজুড়ে সমস্ত আইভিএসি সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত পাসপোর্ট জমা নেওয়া হবে। আর বিকেল ৪টা থেকে রাত ৮ পর্যন্ত পাসপোর্ট ডেলিভারির কার্যক্রম চলবে।

Check Also

আগামী ২৪ মে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আন্তর্জাতিক বাংলা বইমেলা শুরু

এম ডি সুমন মিয়া, যুক্তরাষ্ট্র করেসপন্ডেন্ট: আগামী ২৪ মে বসছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আন্তর্জাতিক বাংলা বইমেলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x