কুমিল্লা প্রতিনিধি।।
আজ ২ নভেম্বর সকাল ১ ঘটিকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লার সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান ও সদর দক্ষিণ উপজেলার নির্বাহী অফিসার, শুভাশিস ঘোষ এঁর সার্বিক তত্বাবধানে ও উপপরিদর্শক মোঃ মুরাদ হোসেন এর নেতৃত্বে সদর দক্ষিণ মডেল থানাধীন জগপুর প্রঃ রাজেশপুর গ্রামের মন্তাজের বাড়িতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ০১) শাহিনুর বেগম (৪০), স্বামী- মোঃ আবুল কাশেম, পিতাঃ মৃত আব্দুল হামিদ, সাং- জগপুর প্রঃ রাজেশপুর, থানাঃ সদর দক্ষিণ, জেলাঃ কুমিল্লা’ ০২) মোঃ আবুল কাশেম(৪৩), পিতাঃ মৃত চেরু মিয়া , সাং- জগপুর প্রঃ রাজেশপুর, থানাঃ সদর দক্ষিণ, জেলাঃ কুমিল্লা দ্বয়ের নিজ দখলীয় বসতঘর হতে ৩৯ বোতল ফেন্সিডিল, ৪ বোতল স্কাফ সিরাপ ও ১৩ বোতল HE-MAN-9000 নামীয় বিয়ার উদ্ধার করা হয়। ঘটনাস্থলে ২ নং আসামী অনুপস্থিত থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয় নাই। আসামীর বিরুদ্ধে উপপরিদর্শক মোঃ মুরাদ হোসেন বাদী হয়ে সদর দক্ষিণ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।