জিহাদ আহমেদ ,জামালপুর জেলা প্রতিনিধি:
জামালপুর জেলার প্রথম ভূমিহীনমুক্ত উপজেলা হিসেবে স্বীকৃতি পাচ্ছে বকশীগঞ্জ উপজেলা। ১৮জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে বকশীগঞ্জ উপজেলাকে জামালপুর জেলার প্রথম ভূমিহীনমুক্ত উপজেলা ঘোষনা করবেন। জামালপুরের জেলা প্রশাসক শ্রাবন্তী রায় ও বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুন মুন জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, ১৮ জুলাই সারা বাংলাদেশে ৫২টি উপজেলা ভূমিহীনমুক্ত উপজেলা হিসেবে ঘোষনা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলাও ভূমিহীনমুক্ত ঘোষিত হবে।
জামালপুরের জেলা প্রশাসক শ্রাবন্তী রায় জানান, জামালপুর জেলার বকশীগঞ্জ, দেওয়ানগঞ্জ, ইসলামপুর, মেলান্দহ, মাদারগঞ্জ, জামালপুর সদর ও সরিষাবাড়ি উপজেলায় “ক” শ্রেণির ২৬৩১ জন লোক ভূমিহীন ও গৃহহীন ছিলো। এর মধ্যে প্রধারমন্ত্রীর উপহার হিসেবে ২৫৩৩ জনকে আধাপাকা ঘর ও ভূমির দলিল দিয়ে পুনর্বাসিত করেছেন জেলা প্রশাসন। জামালপুর জেলার ৭টি উপজেলার মধ্যে “ক” শ্রেণির তালিকাভূক্তের শর্ত পুরনে শতভাগ সফল হয় বকশীগঞ্জ উপজেলা প্রশাসন। এই কারনে সারা দেশের প্রথম ৫২টি উপজেলার মধ্যে বকশীগঞ্জ উপজেলাও ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা হিসেবে ঘোষিত হবে।
এব্যাপারে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুন মুন জাহান লিজা জানান, ১৩ জুনের পূর্বেই বকশীগঞ্জ উপজেলায় তালিকাভূক্ত ২১২ জন ব্যাক্তিকে তিন দফায় প্রধারমন্ত্রীর উপহার হিসেবে আধাপাকা ঘর ও ভূমির দলিল দিয়ে পুনর্বাসিত করা হয়। বকশীগঞ্জ উপজেলায় “ক” শ্রেণির তালিকাভুক্ত আর কোন ব্যাক্তি বা পরিবার না থাকায় বকশীগঞ্জ উপজেলাকে গৃহহীন ও ভূমিহীনমুক্ত উপজেলা ঘোষনা দিবেন প্রধানমন্ত্রী। বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুন মুন জাহান লিজা জানান, জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা প্রশাসন যথাযথ দায়িত্ব সঠিক সময়ে পালন করার কারণেই জামালপুর জেলার প্রথম ভূমিহীনমুক্ত উপজেলা ঘোষনা হচ্ছে বকশীগঞ্জ উপজেলা।