Sunday , 19 May 2024
শিরোনাম

ভ্রমণ ও পর্যটনের জন্য কাতার আন্তর্জাতিক প্রদর্শনী QTM ২০২৩ আজ থেকে শুরু হয়েছে, চলবে ২২ নভেম্বর পর্যন্ত৷

বিশেষ প্রতিনিধি : ই এম আকাশ

Qatar International Exhibition For Travel & Tourism QTM2023. 20-22 November 2023 // E M Akash 20.11.23

ভ্রমণ ও পর্যটনের জন্য কাতার আন্তর্জাতিক প্রদর্শনী QTM ২০২৩ আজ ২০ নভেম্বর থেকে শুরু হয়েছে, কাতারের রাজধানীর দোহার DECC দোহা এক্সিবিশন এন্ড কনভারসেশন সেন্টারে নম্বর পর্যন্ত ৷ আজ সোমবার
সকালে এ প্রদর্শনী শুভ উদ্বোধন করেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী শেখ মোহাম্মদ বিন হামাদ বিন কাসিম আল-আব্দুল্লাহ আল-থানি৷

কাতার ট্র্যাভেল মার্ট ( QTM)
দ্বিতীয়বারের মতো প্রদর্শনীর আয়োজন করা হয় ৬০টি দেশের ১০০টির বেশি স্টল নিয়ে এ প্রদর্শনটি চলবে আগামী ২২ নম্বর পর্যন্ত ৷
প্রতিদিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা থাকবে কাতার প্রবাসীদের জন্য৷ প্রদর্শনীতে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকেও একটি স্টলের ব্যবস্থা করা হয়েছে ৷ বাংলাদেশ অংশগ্রহণ করায় কাতার প্রবাসী বাংলাদেশীরা আনন্দিত ও উদ্ভাসিত৷

এ প্রদর্শনীর মূল প্রতিপাদ্য বিষয় হলো কাতার ট্র্যাভেল মার্ট ২০২৩ প্রদর্শনীর মাধ্যমে
আবারও বিশ্বের শীর্ষস্থানীয় স্থানগুলিকে একত্রিত করবে এবং ক্রীড়া, MICE, ব্যবসা, সাংস্কৃতিক, অবসর, বিলাসিতা, চিকিৎসা এবং হালাল পর্যটনের সাম্প্রতিক প্রবণতা প্রকাশ করবে। কাতার সবচেয়ে বড় স্পোর্টিং ইভেন্ট ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২২ আয়োজন করার পরে, এটি প্রত্যাশিত যে QTM ২০২৩ একটি প্ল্যাটফর্ম হবে ক্রীড়া শিল্পের সীমার বাইরে সত্ত্বাকে তার দাবিগুলি সমর্থন করার জন্য, যেমন DMC, ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্সি, ট্রাভেল টেকনোলজি কোম্পানি। স্থানীয় এবং আন্তর্জাতিক উভয় সংস্থা, এবং পর্যটন বোর্ড। এখন আগের চেয়ে বেশি, ভ্রমণ এবং পর্যটন শিল্পের নতুন সংযোগ তৈরি করতে, নতুন সুযোগগুলি উপলব্ধি করতে এবং বিদ্যমান সম্পর্কের সাথে পুনরায় সংযোগ স্থাপনের জন্য একটি স্থান প্রয়োজন৷ এই ইভেন্টটি “QTM কনফারেন্স” এর মাধ্যমে শিল্পের সর্বশেষ প্রবণতা এবং উদ্ভাবনের অন্তর্দৃষ্টি প্রদানের জন্য চিন্তাশীল নেতা, বিশেষজ্ঞ এবং প্রভাবশালী স্টেকহোল্ডারদের একটি প্রদর্শনীর আয়োজন করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন মো: নজরুল ইসলাম, ৫২ নিউজকে
বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন কাতার একটি আধুনিক দেশ, পর্যটন শিল্পে কাতার সারা পৃথিবীকে একত্রিত করেছে, কাতার ট্র্যাভেল মার্ট বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে একটি স্টলের ব্যবস্থা করা হয়েছে
এবং সেখানে বাংলাদেশের পর্যটন শিল্পকে তুলে ধরা হয়েছে, তিনি কাতার প্রবাসীদের কে আহ্বান জানান প্রদর্শনীতে ভিজিট করার জন্য ৷

কাতারে নিযুক্ত বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার
কামাল উদ্দিন বলেন, এ প্রদর্শনীতে বিমান বাংলাদেশকে হাইলাইট করা হয়েছে, এবং বাংলাদেশের পর্যটন শিল্পকে স্থানীয় কাতারি নাগরিক ও এরাবিকদের মাঝে তুলে ধরার লক্ষ্যে বিমান বাংলাদেশের ডকুমেন্টারি
বাংলাদেশের স্টলে প্রচার করেছেন ৷

৫২ নিউজে বিশেষ সাক্ষাৎকারে Bursa Turkey
সংস্কৃতি পর্যটন এবং প্রচার ইউনিয়ন সভাপতি ভিলসন ইমাজ বলেন তারা এ প্রদর্শনীতে অংশগ্রহণ করতে পেরে খুবই আনন্দিত

এ সময় আইসিভিবি ইস্তাম্বুল কনভেনশন এবং ভিজিটর ব্যুরো জনাব সেমিল হাকান কিলিক বলেন তারা গুরুত্ব সহকারে এ পদশালীত অংশগ্রহণ করতে পেরে খুবই আনন্দিত তিনি আশা করেন তার দেশে আরো বেশি পর্যটকের আগমন ঘটবে প্রদর্শনীর মাধ্যমে৷

Check Also

টাকা দিয়ে কেনা সনদ বাতিল হবে , তৈরি হচ্ছে তালিকা

টাকা দিয়ে কেনা সনদ বাতিল করা হবে, আর এ বিষয়ে তৈরি করা হচ্ছে তালিকা। বিপুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x