কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ হযরত মুহাম্মদ (সা.)কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দালের কটুক্তির প্রতিবাদে কুষ্টিয়া জেলার বিভিন্ন মসজিদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসসহ তৌহিদী জনতার ব্যানারে বিভিন্ন ইসলামী সংগঠন এসব প্রতিবাদ মিছিল ও সমাবেশের আয়োজন করে। এসব সমাবেশে ভারতে মহানবী (সা.)কে কটুক্তির তীব্র নিন্দা জানানো হয়। জুম্মা নামাজের পর শহরের ছয় রাস্তার মোড় থেকে এক বিক্ষোভ মিছিল বের করে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস। বাদ আছর চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়। শহরের বড় বাজার থেকে মিছিলটি বের হয়ে বক চত্বরে এসে সমাবেশ করে। সংগঠনের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আহমদ আলীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন জেলার সহ-সভাপতি আলহাজ আব্দুল্লাহ আখন্দ, জয়েন্ট সেক্রেটারি মাওলানা নাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, প্রচার সম্পাদক গোলাম তাওহীদ, ইসলামী যুব আন্দোলন জেলা সভাপতি তাওহিদুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি মিজানুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি আবুবকর সিদ্দিক, মাওলানা ইউনুছ আলী, মাওলানা নুর মোহাম্মদ বিন হানিফ, হাবিবুর রহমান, মুফতি মুজ্জাম্মিল, আবু সাঈদ প্রমূখ। সমাবেশে বক্তা বলেন, ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেতাদের একের পর এক ইসলাম ও মানবতার মুক্তির দূত মহানবী (সাঃ) এবং তাঁর পরিবার নিয়ে কটুক্তি সারা বিশ্বের মুসলমানদের চরমভাবে ক্ষুব্ধ করেছে। বক্তারা বলেন, নবীর শানে যারা বেয়াদবি করেছে তাদেরকে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমুলক শাস্তি দিতে হবে। অপরদিকে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কুষ্টিয়া শহর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। শহর শাখার সভাপতি নাজমুস সাকিব এর সভাপতিত্বে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রিয় প্রশিক্ষণ ও ক্যাম্পাস সম্পাদক রায়হান আলী। উপস্থিত ছিলেন ছাত্র মজলিস ইবি শাখার সভাপতি মুহাম্মদ শরীফুল ইসলাম, আবাসিক শাখার সভাপতি রাশিদুল ইসলাম বিদ্যুৎ প্রমুখ।