লোকমান আনছারী রাউজান প্রতিনিধি
চট্টগ্রামের রাউজান উপজেলায় মাদকের অপব্যবহার ও মাদক পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আরোচনা সভা ও পুরস্কার বিতরনী সভা অনুষ্টিত হয়েছে। ২৬ জুন রবিবার সকালে রাউজান উপজেলা পরিষদ হলে অনুষ্টিত মাদকের অপব্যবহার ও মাদক পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী সভায় সভাপতিত্ব করেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার । রাউজান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চৌধুরী মনিরুজ্জমানের সঞ্চলনায় অনুষ্টিত আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্টানে বক্তব্য রাখেন রাউজান সরকারী কলেজের অধ্যক্ষ সেলিম নেওয়াজ চৌধুরী, রাউজান উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার নিক্সন চৌধুরী, রাউজান উপজেলা কৃষি অফিসার ইমরান হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ, উপজেলা শিক্ষা অফিসার আবদুল কুদ্দুস, রাউজান উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, উপজেলঅ ছাত্রলীগের সাধারন সম্পাদক শাকাওয়াত হোসেন পিবলু, রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলম, সাবেক সভাপতি প্রদীপ শীল, রাউজান সরকারী কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক ফয়সাল মাহমুদ, রাউজান উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আল্লামা এম এ মতিন, শিক্ষার্থী নাহিজ, সপ্তম মুহরী প্রমুখ । সভায় মাদেকর অপব্যবহার ও মাদক পাচার রোধে প্রশাসন ও আইন শৃংখলা রক্ষা বাহিনীর সদস্যদের পাশাপাশি সামাজিক ভাবে মাদক বিরোধী কার্যক্রম জেরাদার করে মাদকের অভিশাপ থেকে দেশের তরুন তরুনী ও যুব সমাজকে রক্ষা করতে সকলেকে ঐক্যবদ্বভাবে কাজ করার আহবান জানান বক্তারা ।সভা শেষে শিক্ষার্থীদের পুরস্কার তুলে দেয় উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার ।