মোঃ নাহিদুল ইসলাম হৃদয়, মানিকগঞ্জ:
মানিকগঞ্জে পৃথক অভিযান চালিয়ে সাত লক্ষ ত্রিশ হাজার টাকার হেরোইনসহ ছয় মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
গত সোমবার রাতের বিভিন্ন সময় মানিকগঞ্জ সদর এবং সাটুরিয়া উপজেলা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবির) ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন।
গ্রেফতাররা হলো সাটুরিয়া উপজেলার রাইল্যা (মধ্যপাড়া) এলাকার মৃত নছিমুদ্দিনের ছেলে মোঃ সৈয়দ আলী (৩৩) এবং মানিকগঞ্জ সদর উপজেলার ঝুকুরিয়া (২নং ওয়ার্ড) এলাকার মৃত ছামির হাসানের ছেলে মোঃ সাব্বির হাসান (৩২), উচুটিয়া এলাকার আঃ বাতেনের ছেলে মোঃ খোকন মিয়া (২৮),ঘিওর উপজেলার চর বাইলজুরী এলাকার মোঃ লালন খানের ছেলে মোঃ মনির খান (৩১) এবং মানিকগঞ্জ সদর উপজেলার চরমত্ত গ্রামের মৃত খোয়াজ উদ্দিনের ছেলে গিয়াস উদ্দিন (৪০) একই এলাকার মৃত সব্দর আলীর ছেলে মোঃ আতাউর রহমান (৫০)। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, জেলা পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান পিপিএম বার এর দিক নির্দেশনায় মাদক নির্মূল অভিযানে ডিবির একাধিক দল জেলায় তিনটি পৃথক অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করে।
এসময় মাদক কারবারি সৈয়দ আলীর নিকট থেকে ২০ গ্রাম, সাব্বির হাসানের নিকট থেকে ২৩ গ্রাম,গিয়াসের নিকট থেকে ২০ গ্রাম এবং আতাউর রহমানের নিকট থেকে ১০ গ্রামসহ মোট ৭৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। যার বাজারমূল্য সাত লক্ষ ত্রিশ হাজার টাকা বলে জানান তিনি।
এ ব্যাপারে মানিকগঞ্জ এবং সাটুরিয়া থানায় পৃথক মামলা দিয়ে আসামীদের আদালতে পাঠানো হয়েছে।