মোঃ নাহিদুল ইসলাম হৃদয়, মানিকগঞ্জ:
মানিকগঞ্জ জেলা যুব মহিলা লীগের আহবায়ক কমিটির অনুমোদন করা হয়েছে।৩১ সদস্য বিশিষ্ট কমিটির আহবায় রোমেজা আক্তার খান মাহিন এবং যুগ্ম আহবায়ক সালেহা জাহান।
২২ জুন (বুধবার) রাত ১০টার দিকে কেন্দ্রীয় যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি প্রকাশ করা হয়।
নব নির্বাচিত এই কমিটিতে ০৭ নম্বর যুগ্ম আহবায়ক দিনার খান মজলিশ শুভ্রা।
এছাড়াও বাকি যুগ্ম আহবায়ক পর্যায়ক্রমে আখি কায়কোবাদ, রুনা আক্তার, আনোয়ারা সুলতানা, মাইশা তামান্না, মুনমুন বিশ্বাস।
কমিটির সদস্যরা হলেন, লিপি আক্তার, নাসিমা আক্তার মল্লিকা, আফসানা জামান অরিন, রিক্তা রিতু, এ্যনি আফরিন, শিরিন আক্তার মুক্তা, লিমা আক্তার, অরোয়া জামান মোহনা, লিমা আক্তার (২), আকলিমা আক্তার আখি, সায়েদা আক্তার, রিনা আক্তার, বিউটি আক্তার, জোছনা আক্তার, রাশেদা আক্তার, সুলতানা আক্তার, মেরিনা হক পারু, খুশিমন, মাসুমা আক্তার, দোলা সরকার, শাহনাজ বেগম, মরনা আক্তার, সুমি খানম, তুলশী চক্রবর্তী।