Friday , 3 May 2024
শিরোনাম

মানুষের জানমাল রক্ষায় যা প্রয়োজন সব করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ২০-২৫ লাখ মানুষের সমাবেশ রাস্তায় সম্ভব নয়। বিএনপিকে দেশের আইন মেনেই সমাবেশ করতে হবে। মানুষের জানমাল রক্ষায় যা প্রয়োজন সব করা হবে। তারা যে ঘোষণা দিচ্ছে এখানে বসেই তারা ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনা করবে। সেগুলো যদি হয়ে থাকে তাহলে সরকার আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

রাজধানীর তেজগাঁওয়ে আওলাদ হোসেন মার্কেটে বুধবার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে বিএনপি নয়াপল্টনে সমাবেশ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিএনপি কেন পল্টনে সমাবেশ করতে চায় আইনশৃঙ্খলা বাহিনী তা খতিয়ে দেখবে।

উল্লেখ্য, বিএনপি নয়াপল্টনে সমাবেশ করতে চাইলেও অনুমতি দেয়নি ঢাকা মহানগর পুলিশ। ডিএমপির মতিঝিল বিভাগের ডিসি হায়াতুল ইসলাম খান জানান, বিএনপিকে পল্টনে সমাবেশের বিষয়ে কোনো অনুমতি দেওয়া হয়নি। ডিএমপি তার আগের সিদ্ধান্তেই আছে। তবে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। ‌‌

Check Also

গুণী শিক্ষক মোসা. আখতার বানুর অবসজনিত বিদায় অনুষ্ঠান

গুণী প্রধান শিক্ষক মোসা. আখতার বানুর অবসরজনিত বিদায় অনুষ্ঠিত হয়েছে। ২ মে ২০২৪ বৃহস্পতিবার বেলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x