বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার ফাতেমা তুজ জোহরাকে এবার দেখা যাবে আন্তর্জাতিক পরিমণ্ডলে। মালদ্বীপ জাতীয় নারী ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পেলেন তিনি।
আজ রোববার সন্ধ্যায় একট টুইটের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে মালদ্বীপ ক্রিকেট।
ফাতেমা বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার। খেলোয়াড়ি ক্যারিয়ার শেষে তিনি সিএ এবং আইসিসির লেভেল-২ কোচিং সার্টিফিকেট অর্জন করেন।
মালদ্বীপের মেয়েরা সদ্যই আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছে। এখন পর্যন্ত তারা মাত্র ৩টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে; তিন বছর আগে ২০১৯ সালে। দলটিকে এগিয়ে নিতে ২০১১ সাল থেকে নারী ক্রিকেট উন্নয়ন প্রোগ্রামে জড়িত ফাতেমাকে বেছে নিয়েছে মালদ্বীপ ক্রিকেট।
বিকেএসপির নারী ক্রিকেটারদের কোচ হিসেবে কাজ করেছিলেন ফাতেমা। এর আগে ২০১৫ সালে মেয়েদের প্রথম বিভাগের ক্রিকেটে আম্পায়ারিং শুরু করেন।বাংলানিউজটোয়েন্টিফোর.কম’