আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ
উন্নত জীবন যাপনের জন্য প্রবাস জীবনে পাড়ি জমিয়ে এখন মালয়েশিয়ার কারাগারে বন্দি আছেন ত্রিশালের বালিপাড়া ইউনিয়নের বিয়ারা গ্রামের শাহাদত আলী শেখের ছেলে নুরল ইসলাম।তাকে দেশে ফিরিয়ে আনতে তার পরিবার অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়ে অবশেষে ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তারুজ্জামানের সাথে সাক্ষাৎ করেন।মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাক্ষাতের সময় নুরুল ইসলামের স্ত্রী মাহফুজা,সন্তান ও বড় ভাই আব্দুল আওয়াল উপস্থিত ছিলেন।পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তারুজ্জামান তাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেন এবং বিমানের টিকেট নিশ্চিত করেন।
ত্রিশালের ইউএনও মোঃ আখতারুজামান জানান, খুব দ্রুতই নুরুল ইসলাম দেশে ফিরবেন বলে আশা করছি।তাকে দেশে ফিরিয়ে আনার জন্য যা যা করা দরকার সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
নুরুল ইসলামের বড় ভাই আব্দুল আওয়াল জানান, প্রায়ই ১৪ বছর পূর্বে রিজিকের তাড়নায় মালয়েশিয়ায় সে পাড়ি জমায়।এর মাঝে বেশ কয়েকবার সে বাড়িতে এসেছিল।কিন্তু তিন বৎসর পূর্বে তার পাসপোর্ট এর মেয়াদ শেষ হওয়ায় আটক হয়ে সে মালয়েশিয়ার কারাগারে বন্দী হয়।আমরা শত চেষ্টা করলেও কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করতে পারছিলাম না।অবশেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তারুজ্জামান এর মাধ্যমে আমাদের এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।আমরা স্যারের প্রতি কৃতজ্ঞ