Sunday , 19 May 2024
শিরোনাম

মিরপুরে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ

রাজধানীর মিরপুরে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল নিক্ষেপ করেছে পুলিশ।

জ্বালানি তেল, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, গণপরিবহন ভাড়া বৃদ্ধি ও পুলিশের গুলিতে ভোলায় নুরে আলম, আবদুর রহিম ও নারায়ণগঞ্জে শাওন হত্যার প্রতিবাদে ঢাকার ১৬টি স্পটে সমাবেশ কর্মসূচি ঘোষণা করে বিএনপি।এরই অংশ হিসেবে মিরপুরের ৬ নম্বর সেকশনে বাজারের পশ্চিম পাশে মুকুল ফৌজ মাঠে সমাবেশের আয়োজন করে দলটি।

জানা যায়, বিএনপির কর্মসূচি শুরুর আগেই সমাবেশস্থলের আশপাশের এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল বের করেন। একপর্যায়ে সমাবেশে আসতে থাকা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে তাদের পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়,নির্মাণাধীন ভবনের ছাদ থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের লক্ষ্য করে ছোড়া হয় ইটপাটকেল, আহত হয় বেশ কিছু নেতাকর্মী।

তবে এ ঘটনার জন্য বিএনপি ও আওয়ামী লীগ একে অপরকে দায়ী করছে। বিএনপির অভিযোগ, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হামলা করে বিএনপির শতাধিক নেতাকর্মীকে আহত করেছে।

 

মো:আলরাজী(স্টাফ রিপোর্টার)

Check Also

ময়মনসিংহের ত্রিশালে বোরোধান- চাউল সংগ্রহের উদ্বোধন

দিলীপ কুমার দাস নিজস্ব প্রতিবেদক । ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় সরকারীভাবে ধান-চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x