Monday , 13 May 2024
শিরোনাম

মির্জাপুর ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ ৫

সাফল্যের ধারাবিাহিকতা অব্যাহত রেখে টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে এবারের এসএসসি পরীক্ষায় সকলেই জিপিএ ৫ পেয়েছে। এবছর এসএসসি পরীক্ষায় এই কলেজ থেকে ৫০ জন ছাত্র অংশ নেয়। প্রত্যেকেই বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

জিপিএ ৫ প্রাপ্ত ছাত্ররা হলেন ক্যাডেট শাহিল সাদাফ সৃজন, জয়তি নন্দন পাল, মবিন ভূইয়া দ্রুব, নিয়াজ মাাহবুব, তাসিন রিয়ান নুর, শফিকুল ইসলাম সাফিন, আপন সিকদার, রাতুল হাসান অমি, ইরান আল আরাফ আখ্খার, আহমেদ সাদ, আহমেদআল নাহিয়ান মাহির, শাহরিয়ার মুস্তাকিন তাসিন, আব্দুল্লাহ আল মারুফ, আরিয়ান ইবনে আরিফ, আরফিন খান প্রত্যয়, খাশানুজ্জামান সামিত, আশরাফুল ইসলাম মাহির, আফরান আশরাক, রিদওয়ান শরিফ রিমি, রাইক এবাইন জামান, সাকিব মাহমুদ খান, আব্দুল্লাহ মোহাম্মদ রকিন, মাহাদি রিজওয়ান, তরিকুল ইসলাম আকন্দ, নাজমুজ সাদাত, ইসতিয়াক আহমেদ রাহাত, শামীন সাদাফ অচেন, মীর তালহা রিদওয়ান, এস এম আওলাদ হোসাাইন পিয়াস, আফিফ মির্জা হাসান, খন্দকার মাহাদী কায়ছার, রায়হান কবির, শুভ চন্দ্র সরকার, ফাহমিদ আল পাঠান, নাফিস জুবায়ের নয়ন, শেখ আদিল মোহাম্মদ ফয়সাল, এ এফ এম আহনাফ মোজতাহিদ মিয়া, এস এম এশির ইনতিসার কাব্য, নিরব কবির ইফতি, নাফিউল খালিদ, লাবিব মোন্তাসির চৌধুরী, মাহফুজ আহম্মেদ শোহান, কাইয়ুম হাসান আবির, রকিবুল ইসলাম হাসিব, পিয়াস আহম্মেদ, আবরার আশাবা নিহাল, মেহেদী হাসান সিয়াম, এস এম মিরাজুল ইসলাম তাহারত, মাহফুজ আহম্মেদ মাহি ও আবরার আহমেদ।কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কামরুজ্জামান বলেন, কলেজের এই সাফল্যে আমি খুবই আনন্দিত। পড়াশুনায় তাদের কোনো ঘাটতি ছিলনা। তাদের কঠোর অধ্যবসায়, শিক্ষক, অভিভাবকদের আন্তরিক প্রচেষ্টায় এই সাফল্য এসেছে বলে তিনি মনে করেন।

Check Also

‘ডোনাল্ড লুর সফরে ভিসা নীতি-র‍্যাবের নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা হবে’

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সঙ্গে আলোচনায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x