Sunday , 19 May 2024
শিরোনাম

মুন্সিগঞ্জে বিধবার সম্পত্তি আত্মসাৎদের চেষ্টার অভিযোগ।

স্টাফ রিপোর্টার :মুন্সিগঞ্জে সদর উপজেলার আধারা ইউনিয়নের দেওয়ানকান্দি গ্রামে এক বিধবার সম্পত্তি আত্মসাত্বের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২৪ মে) বিধবা নারী  বাদী হয়ে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সুত্রে জানা গেছে, আধরা ইউনিয়নের দেওয়ানকান্দি গ্রামের প্রয়াত শমসের আলী দেওয়ান গত ৪ বছর পুর্বে মৃগি রোগে আক্রান্ত হয়ে মারা যায়। তারপর থেকে তার স্ত্রী বিধাবা হোসনে আরা বেগম অতিকষ্টে তার দশ বছরের মেয়ে সোহানাকে নিয়ে তার স্বামীর ভিটায় বসবাস করে আসছে। এতে সম্পত্তি আত্মসাৎ করার জন্য হোসনে আরা বেগমের ভাসুর মনছুর আলী দেওয়ান (৪৫) ও তার জা- রোজিনা বেগম (৪০) মিলে সম্পত্তি আত্মসাৎ করার পায়তারা করছে।

এর আগে ওই বিধবার ভিটি হতে মুনছুর তার লোকজন নিয়ে পাছপালা ও মাটি কেটে নিয়ে গেছে বলে জানা গেছে। গেলো সোমবার (২৩ মে ) সকাল ১০ টার দিকে বিধবা হোসনে আরা তার স্বামীর লাগানো আমগাছ হতে আম পারলে, মুনছুর ও তার স্ত্রী রোজিনা বাঁধা প্রয়োগ করে ও জোর করে তাদের বাড়ি থেকে তারানোর চেষ্টা করে। এক পর্যায়ে হোসনে আরা বেগমকে মাইরপিট করে এবং তার মেয়েকে মারধরের হুমকি প্রদর্শন করে।

এ ব্যপারে অভিযোগকারী হোসনে আরা বেগম বলেন, ৪ বছর পুর্বে মৃগি রোগে আক্রান্ত হয়ে আমার স্বামী মারা যায়। এরপর হতে আমি আমার ১০ বছরের মেয়ে সোহানাকে নিয়ে আমার স্বামীর ভিটায় অতিকষ্টে বসবাস করে আসছি। আমার ভাসুর আমার স্বামীর ভিটাটি আত্মসাৎ করার জন্য আমাকে নানা ভাবে হুমকি সহ মাইরপিট করে। আমি এ ব্যাপারে মুন্সিগঞ্জ সদর থানায় মঙ্গলবার একটি অভিযোগ করেছি।

মুন্সিগঞ্জ সদর থানার এসআই শুকান্ত বাউল বলেন, একটি অভিযোগ পেয়েছি। অভিযোগকারী একজন বিধবা নারী। অভিযোগটি তদন্ত করে ব্যাবস্থা নেওয়া হবে।

Check Also

ময়মনসিংহের ত্রিশালে বোরোধান- চাউল সংগ্রহের উদ্বোধন

দিলীপ কুমার দাস নিজস্ব প্রতিবেদক । ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় সরকারীভাবে ধান-চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x