মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ির আলদী বাজারে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এক প্রবাসী যুবকের ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। ওই প্রবাসী দুই পায়ের রগ কেটে দেয়া হয়েছে। আহত ওই প্রবাসীর নাম শাহ আলম বেপারী। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (১৩ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। আহত শাহ আলম বেপারী (৩৫) মোল্লাকান্দি ইউনিয়নের পূর্ব মাকহাটি গ্রামের শাহাবুদ্দিনের ছেলে। তিনি কাতার প্রবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে শিশুপুত্র সাইয়াদের জন্য দুধ আনতে আলদীবাজারে যান শাহ আলম। এ সময় পূর্ব ও পশ্চিম মাকহাটি গ্রামের শীর্ষ সন্ত্রাসী খাইরুদ্দিন, খলিল মাঝি, আহসান, নাহিদ, নাজমুল, টগর, রহমত উল্লাহসহ ১৫-২০ জনের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। হামলার একপর্যায়ে তারা শাহ আলমকে কুপিয়ে আহত করে। তার দুই পায়ের রগ কেটে দিয়ে পালিয়ে যায়। পরে শাহ আলমের চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়। সেখানেকার জরুরি বিভাগের চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার করেন।
টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।