Saturday , 4 May 2024
শিরোনাম

মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষে যুবলীগের বিশেষ বর্ধিত সভা

 

 

মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষে যুবলীগের বিশেষ বর্ধিত সভা

মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের নির্দেশে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠে ঢাকা মহানগর যুবলীগ উত্তরের উদ্যোগে এ বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগ সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।

ঢাকা মহানগর যুবলীগ উত্তরের সহ-সভাপতি ডি এম শামীমের সভাপতিত্বে বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিব হাসান এমপি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে যুবলীগ সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল বলেন, আগামীকাল বাংলাদেশের মানুষের জন্য, ঢাকাবাসীর জন্য অত্যন্ত আনন্দের দিন, গর্বের দিন, অহংকারের দিন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী  শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। দেশ এগিয়ে চলছে দুর্বার গতিতে, নবদিগন্তে। তারই ধারাবাহিকতায় হাজার উন্নয়নের মাইল ফলকের পাশাপাশি আমাদের বহুল আকাঙ্ক্ষিত মেট্রোরেল চালু হতে যাচ্ছে। সেই দিনটিকে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ইতিহাসের সাক্ষী হয়ে থাকতে চায়।

তিনি জামায়াত-বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, একসময় বিএনপি-জামায়াত বাংলাদেশের ইসলামী সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে, গরিব মিসকিন জাতি পরিচয় দিয়ে মধ্যপ্রাচ্য থেকে টাকা এনে লুটেপুটে খেত। কিন্তু আজকে মধ্যপ্রাচ্যের নেতারা বুঝে গেছে বাঙালি গরিব মিসকিন জাতি নয়। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। এখন আর তাদের বোকা বানানোর সুযোগ নেই। যারা দেশকে নিয়ে ষড়যন্ত্র করছেন, যারা শেখ হাসিনাকে নিয়ে ষড়যন্ত্র করছেন, যারা ১/১১ এর সময় ষড়যন্ত্র করেছে তাদেরকে বলে দিতে চাই, বাংলাদেশের মাটিতে তাদের দাঁত ভাঙা জবাব দেবে যুবলীগ।

এ সময় আরও উপস্থিত ছিলেন যুবলীগের কার্যনির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার মো. মুক্তার হোসেন চৌধুরী কামাল, ঢাকা মহানগর যুবলীগ উত্তরের সহ-সভাপতি মুজিবুর রহমান বাবুল, আক্তারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর রহমান, সিদ্দিক বিশ্বাস, উপ-দপ্তর সম্পাদক এ এইচ এম কামরুজ্জামান প্রমুখ।

 

Check Also

বড় জয়ে শুরু বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি

ম্যাচ শুরুর আগেই চট্টগ্রামের আকাশে ছিল মেঘের আনাগোনা। আগেরদিন সেখানে হয়েছে বৃষ্টি। উইকেটেও অনেকটা সবুজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x