রাজধানীর মৌচাকে পুলিশের সঙ্গে জামায়াতে ইসলামী নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুর ২টার দিকে মগবাজার থেকে জামায়াতের একটি মিছিল বের হয়। মিছিলটি মৌচাক মোড়ে পৌঁছালে পুলিশের বাধায় কিছুটা পিছু হটে। পরে তারা মালিবাগের দিকে এগিয়ে গেলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ছোড়ে।
এ সময় পুলিশের সঙ্গে জামায়াত কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এর আগে, আজ সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার জানান, জামায়াতে ইসলামকে গণমিছিলের অনুমতি দেয়া হয়নি। তারা মিছিল নিয়ে বের হতে পারবে না। মিছিল নিয়ে বের হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।