Friday , 26 April 2024
শিরোনাম

১১ জানুয়ারি গণঅবস্থান কর্মসূচি ঘোষণা বিএনপির

আগামী ১১ জানুয়ারি দেশের সব বিভাগীয় শহরে সকাল ১০ টা থেকে বেলা দুইটা পর্যন্ত গণঅবস্থান করবে বিএনপি।

শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে গণমিছিল শুরু করার আগে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ গণঅবস্থান কর্মসূচি পালন করা হবে।

এদিকে গণমিছিলে যোগ দিতে সকাল থেকেই রাজধানীর নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনের সড়কে সমবেত হয়েছেন বিএনপির নেতাকর্মীরা। সমাবেশ শেষে কাকরাইলের নাইটিঙ্গেল মোড় থেকে গণমিছিল শুরু হয়। এটি শেষ হবে মগবাজার চৌরাস্তায় গিয়ে।

এছাড়া বিএনপি ও তার সমমনা দল ও জোটগুলোর গণমিছিলকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে পুলিশকে সতর্ক অবস্থায় থাককে দেখা গেছে। এরই মধ্যে সকালে বিএনপির সমমনা জোট গণতন্ত্র মঞ্চ জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে গণমিছিল করেছে।

Check Also

বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান শেখ হাসিনা প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ থাইল্যান্ডকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং হাই-টেক পার্কে বিনিয়োগের পাশাপাশি বাংলাদেশের হাসপাতাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x