এ বছর এসএসসি পরীক্ষায় যশোর বোর্ডে পাসের হার বাড়ার পাশাপাশি বেড়েছে জিপিএ ৫ প্রাপ্তদের সংখ্যা। যশোর শিক্ষাবোর্ডে এ বছর পাশের হার ৯৫.১৭ শতাংশ। গতবছর যা ছিল ৯৩.০৯। চলতি বছর জিপিএ ৫ পেয়েছে ৩০ হাজার ৮৯২ শিক্ষার্থী, গত বছর ছিল ১৬ হাজার ৪৬১।
যা গতবছরের তুলনায় প্রায় দ্বিগুণ।
আজ সোমবার দুপুর দেড়টায় যশোর প্রেস ক্লাবে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র।
তিনি জানান, খুলনা বিভাগের দুই হাজার ৫৪৯ টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২৯৩টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়। এক লাখ ৭২ হাজার ৮৩ জন শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেয় এক লাখ ৬৯ হাজার ৫০১ জন। যাদের মধ্যে পাস করেছে এক লাখ ৬১ হাজার ৩১৪ শিক্ষার্থী। পাশের হার ৯৫.১৭।
যশোর শিক্ষা বোর্ডের অধীনে এ বছর ৫১৩টি প্রতিষ্ঠানে শতভাগ পাস করেছে। আর শতভাগ ফেল করেছে মাত্র একটি শিক্ষা প্রতিষ্ঠান।
পরীক্ষায় ভালো ফলের কারণ সম্পর্কে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র বলেন, সংক্ষিপ্ত সিলেবাস, প্রশ্নে একাধিক অপশন থাকায় শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যে লিখতে পেরেছে। এজন্য ফলাফল ভালো হয়েছে। এ ছাড়াও এ বছর অংশগ্রহণকারী শিক্ষার্থীরা প্রশ্ন ব্যাংকের আওতায় বিভিন্ন পরীক্ষায় অংশ নিয়েছে তাই প্রশ্ন নিয়ে কোন ভীতি ছিল না।