Monday , 20 May 2024
শিরোনাম

রংপুরে টিসিবির পণ্য সামগ্রী বিতরণ

রংপুর ব্যুরোঃ সারাদেশের ন্যায় বিভাগীয় নগরী রংপুরে টিসিবির মাধ্যমে নিম্ন আয়ের মানুষের মাঝে ন্যায্যমূল্যে পণ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল রোববার নগরীর ১৮ নম্বর ওযার্ডের কেরামতিয়া উচ্চ বিদ্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন রংপুরের জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন।

 

এসময় সিটি কর্পোরেশনের সচিব উম্মে ফাতিমা, অতিরিক্ত জেলা প্রশাসক এ ডব্লিউ এন রায়হান শাহ, কেরামতিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল করিম, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মাসুদ রানা চান্দু, রসিক সাধারন শাখা প্রধান মোঃ জাহাঙ্গীর কবির শান্তসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, রংপুর সিটি কর্পোরেশনের ৩৩টি ওযার্ড, ৩টি পৌরসভা ও ৮ উপজেলায় ২লাখ ৮৫হাজার ৩শ’ ১২জন কার্ডধারী পাচ্ছেন এসব পণ্য বলে জানান জেলা প্রশাসক ড.চিত্রলেখা নাজনীন। তিনি জানান, প্রতি ফ্যামিলি কার্ডে ৪৭০টাকা মূল্যে সুবিধা ভোগী কার্ডধারীরা ২লিটার সয়াবিন তেল, ২কেজি মসুর ডাল ও ৫কেজি চাল পাবেন এই কার্যক্রমের আওতায়।

Check Also

নির্বাচনে প্রচারণার খিচুড়ি গেল শিক্ষা প্রতিষ্ঠানে

নাহিদুল ইসলাম হৃদয়, বিশেষ প্রতিনিধি: মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে খিচুড়ি রান্না …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x