Tuesday , 21 May 2024
শিরোনাম

রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ পালন

কুষ্টিয়ার রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুৃশের প্রথম প্রহরে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পন ও বিকেলে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি মাঠে আলোচনা সভা এবং একুশের গান অনুষ্ঠিত হয়েছে। একুৃশের প্রথম প্রহরে শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহজাহান আলী। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, প্রক্টর, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিতে ছিলেন।

বিকেলে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি মাঠে আলোচনা সভা ও একুৃশের গান শিরোনামে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন ও উদযাপন কমিটির আহবায়ক প্রফসের ড. মো. জাহিদুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহজাহান আলী। আলোচনাসভায় মুখ্য আলোচক ছিলেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত প্রখ্যাত সাহিত্যিক অধ্যাপক রফিকুর রশীদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উদযাপন কমিটি সদস্য ও চারুকলা বিভাগের প্রভাষক প্রদীপ সাহা। পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন কৃষি বিভাগের প্রভাষক হাসিবুল হাসান, পবিত্র গীতা থেকে পাঠ করেন সংগীত বিভাগের শিক্ষার্থী তৃষিতা দাস। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক জনাব মোফরাদ হোসেন। আলোচনা সভা শেষে বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের উদ্যোগে একুশের গান শিরোনামে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Check Also

ভাড়া নিয়ে তর্ক, যাত্রীর ছুরিকাঘাতে চালক নিহত!! আটক-১

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী   নরসিংদীতে অতিরিক্ত ভাড়া চাওয়াকে কেন্দ্র করে যাত্রীর ছুরিকাঘাতে এক অটোচালক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x