সৌদি আরবের বাদশাহ সালমান রমজান মাসে ১০ লাখ কপি কোরআন শরীফ বিদেশে বিতরণের জন্য অনুমোদন দিয়েছেন।
কপিগুলোর মধ্যে থাকবে কোরআনের বিভিন্ন আকারের কপি এবং ৭৬টিরও বেশি ভাষায় অনুবাদ।
মদিনার বাদশাহ ফাহদ গ্লোরিয়াস কুরআন প্রিন্টিং কমপ্লেক্স দ্বারা মুদ্রিত কপিগুলি ২২টি দেশের ইসলামিক কেন্দ্রগুলোতে দেওয়া হবে।
রমজানের সময়মতো পৌঁছানোর নিশ্চয়তা দেওয়ার জন্য পবিত্র গ্রন্থের কপি পাঠানোর প্রস্তুতি শুরু হয়েছে। দেশটির ইসলামি অ্যাফেয়ার্স , দাওয়াত ও নির্দেশনা বিষয়ক মন্ত্রী শেখ ডক্টর আবদুললাতিফ বিন আবদুল আজিজ আল-শেখ এ তথ্য জানিয়েছেন। খবর আরব নিউজ।