লোকমান আনছারী রাউজান প্রতিনিধি:
চট্টগ্রামের রাউজান উপজেলায় কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে রাউজানের ১৪টি ইউনিয়ন ও পৌরসভায় বোরো ধানের চাষাবাদের জন্য ৩ হাজার ৪শত ২০ জন কৃষককে ৩ হাজার ৪শত ২০ বিঘা জমিতে শুস্ক মৌসুমে বোরো ধানের চাষাবাদ করার জন্য ৬ হাজার ৮শত ৪০ কেজি উচ্চ ফলনশীল ধানের বীজ ও সার বিতরন করা হয় । ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে রাউজান পরিষদ মাঠে কৃষকের মধ্যে বীজ ও সার বিতরন করেন রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি । রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদারের সভাপতিত্বে রাউজান উপজেলা কৃষি অফিসার ইমরান হোস্ইানের সঞ্চলনায় অনুষ্টিত সার ও বীজ বিতরন অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন, রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ,রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি স্বপন দাশ গুপ্ত, রাউজান থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল হারুন, চেয়ারম্যান আবদুর রহমান চৌধুরী, নিজাম উদ্দিন আহম্মদ, রবিন্দ্র লাল চৌধুরী, পৌর কাউন্সিলর কাজী ইকবাল, বশির উদ্দিন খান, শওকত হাসান চৌধুরী, জানে আলম জনি, জসিম উদ্দিন চৌধুরী প্রমুখ ।