লোকমান আনছারী রাউজান প্রতিনিধি
চট্টগ্রামের রাউজান উপজেলায় দুইটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন।সোমবার ৬ জুন বিকালে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভুমি অতিশ দর্শী চাকমা।এসময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নুর আলম দ্বীনসহ পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।এই সময় দুইটি ডায়াগনস্টিক সেন্টারে উপযুক্ত কাগজপত্র না থাকায় এবং বিভিন্ন টেস্টের অভিজ্ঞ টেকনিশিয়ান না থাকায় ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার জরিমানা আদায় করা হয়। ডায়াগনস্টিক সেন্টারগুলো হলো উপজেলার মুন্সিরঘাটায় অবস্থিত হেলথ কেয়ার এবং কেয়ার ল্যাব।রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশ দর্শী চাকমা বলেন, রাউজানে ৩টি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়েছে। এর মধ্যে দুইটিতে জরিমানাসহ টেস্ট প্রক্রিয়া বন্ধ করে দেয়া হয়েছে। মুন্সিরঘাটাস্থ কেয়ার ল্যাবে বৈধ অনুমোদনপত্র মেয়াদবিহীন হওয়ায় আমরা সতর্ক করেছি। সেই সাথে কেয়ার ল্যাবের এক্স রে টেস্ট বন্ধ করে দিয়েছি। সেন্ট্রাল পয়েন্টে অভিযানের সময় কাগজপত্র ঠিক থাকায় জরিমানা করা হয়নি। তবে টেস্ট রুমে পর্যাপ্ত নিরাপত্তার জন্যে সতর্ক করা হয়েছে।রাউজানে আরো যে সব অবৈধ ডায়গনস্টিক সেন্টার রয়েছে সকল ডায়াগনস্টিক সেন্টার বন্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।