লোকমান আনছারী রাউজান প্রতিনিধি:
চট্টগ্রামের রাউজান উপজেলায় ২৪৭টি শারদীয়া দুর্গাপূজার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে।১ অক্টোবর শনিবার উপজেলার পূর্ব ডাবুয়া সেবক সংঘ পূজা মন্ডপে পূজার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ডাবুয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদ আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদ উল্লাহ্ মারুফ। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরীর সভাপতিত্বে পূজার উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন দে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সামাদ শিকদার, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল্ হারুন, রাউজান উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, বিশিষ্ট সমাজ সেবক অমল চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শওকত হোসেন, উপজেলা পুজা উদযাপন পরিষদের সহ সভাপতি সাংবাদিক প্রদীপ শীল, পৌর পূজা কমিটির সাধারণ সম্পাদক উজ্জল কান্তি দাশ, রাউজান জম্মাষ্টামী পরিষদের সাধারণ সম্পাদক পূজা কমিটির নেতা তপন দে, ইউপি সদস্য আসাদ হোসেন। উপজেলা পুজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক জেলা ছাত্রলীগের সহ সভাপতি অনুপ চক্রবর্তীর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন ডাবুয়া ইউনিয়ন পুজা উদযাপন কমিটির সভাপতি মিঠু শীল মেম্বার,সাধারণ সম্পাদক হারাধন বিশ্বাস, দিলীপ কুমার দে মেম্বার, চন্দন মল্লিক, ডা: বিজয় দাশ, পলাশ সেন, তীর্থ ধর, তরুন মল্লিক প্রমুখ। গীতা পাঠ করেন পূজারী অশোক চক্রবর্তী। উদ্বোধনে শুরুতে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে প্রথম দিনের পূজার শুভ সূচনা করেন অতিথি বৃন্দরা। পূজা কমিটির সভাপতি প্রিয়তোষ চৌধুরী ও সাধারণ সম্পাদক সুমন দে জানান, ডাবুয়া সেবক সংঘ পূজা মন্ডপ থেকে রাউজানের ২৪৭টি পূজা মন্ডেপের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।