Thursday , 9 May 2024
শিরোনাম

সাতকানিয়ায় চুনতীর ১৯দিন ব্যাপী ৫২তম আন্তর্জাতিক সীরতুন্নবী (স:) মাহফিল উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত!

সাতকানিয়া প্রতিনিধি ,মোহাম্মদ হোছাইন:

দক্ষিণ চট্টগ্রামের লোহাগড়া উপজেলার চুনতীতে আশেকে রাসুল (সঃ), অলিকূলে শিরোমণি, মুজাদ্দেদে জামান, প্রখ্যাত আলেমে দ্বীন হযরত শাহছুপি আলহাজ শাহ মাওলানা মুহাম্মদ হাফেজ আহমদ (রাহঃ) এর প্রবর্তিত ১৯দিন ব্যাপী ৫২তম সীরতুন্নবী (স:) মাহফিল উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
১অক্টোবর শনিবার সকাল ১০টার দিকে আমরা সাতকানিয়াবাসীর উদ্যোগে সাতকানিয়া সরকারি হাসপাতাল সংলগ্ন রেশমী কমিউনিটি সেন্টার প্রকাশ মেরিনা গার্ডেনে লোহাগাড়ার চুনতিতে ১৯ দিন ব্যাপী ৫২তম আন্তর্জাতিক সীরত মাহফিল ৮ অক্টোবর শনিবার শুরু উপলক্ষ্যে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
আমরা সাতকানিয়াবাসীর সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী আলহাজ মাওলানা আহমদুল কবির চৌধুরী (মন্টু’র) সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাহজাদা মাওলানা আব্দুল মালেক ইবনে দিনার নাজাত,
স্বাগত বক্তব্য রাখেন মাওলানা জমিরউদ্দীন, তিনি তার বক্তব্যে জানান অলিকুল শিরোমনি আশেকে রাসুল (স:) মোজাদ্দেদে মাহফিল সীরতুন্নবী (স:) প্রখ্যাত আলেমেদ্বীন হযরত আলহাজ শাহ মাওলানা হাফেজ আহমদ (রহ:) ইসলাম ধর্ম প্রচারের লক্ষ্যে রসুল (স:) এর শানে এ মাহফিল প্রবর্তন করেন।
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন-চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার প্রাক্তন মেধাবী ছাত্র,
বিশিষ্ট সমাজকর্মী কাজী মহিউদ্দিন সাদেক,খাগড়াছড়ি জামে মসজিদের সাবেক খতিব,বিশিষ্ট আলেমে দ্বীন
হাফেজ মাওলানা আব্দুস সালাম,শাহ জব্বারিয়া মাদ্রাসার সুপার
মাওলানা মোস্তাক আহমেদ,সাতকানিয়া রুপকানিয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান রফিকুল কাদের ভুট্টো,
মাদার্শা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ফজলুল করিম, বিশিষ্ট ব্যবসায়ী ফরিদুল আলম,বাজালিয়া হেদায়াতুল ইসলাম ফাজিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা ইলিয়াস,আঞ্জুমানে ইসলামিয়া মহিলা মাদ্রাসার শিক্ষক, মাস্টার ফোরকান আহমদ,
মুজাহেরুল উলুম মাদ্রাসা কেওচিয়া এর সুপার মাওলানা আব্দুল মালেক।
এস,এম,এস্তাফিজুর রহমান এর পরিচালনায় এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন-বিশিষ্ট আইনজীবী এডভোকেট হাফিজুল ইসলাম মানিক,হাজি মুহাম্মদ ইউছুফ ,শামসুল আলম,বিশিষ্ট সমাজ সেবক নাছির উদ্দিন মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ ফারুখ আজম,মো.ইসমাইল,মু.সাইফুল ইসলাম,মোরশেদুল আলম,জসিম উদ্দিন, মাওলানা হাফেজ রিদুয়ান,ডাঃ ওসমান, আলী আহমদ ও মাওলানা শামসুল আলম, প্রমুখ।
এছাড়া ১৯ দিন ব্যাপী মাহফিলে সীরতুন্নবী (স:) পুলিশ প্রসাশনের পাশাপাশি স্বেচ্ছাসেবক নিয়োজিত করে আইন শৃঙ্খলা রক্ষার্থে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন বলেও জানান।

Check Also

নিজের নামে প্রকল্পের নামকরণে প্রধানমন্ত্রীর ‘না

ভবিষ্যতে নিজের নামে কোনো প্রকল্পের নামকরণ না করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে সরকারি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x