Wednesday , 1 May 2024
শিরোনাম

পূজা উদযাপন পরিষদ রাউজান উপজেলা দক্ষিণের বার্ষিক সাধারণ সভা ও বস্ত্র বিতরণ

লোকমান আনছারী রাউজান প্রতিনিধি:

চট্টগ্রামের দক্ষিণ রাউজান পূজা উদযাপন পরিষদের বার্ষিক সাধারণ সভা,পূজার্থীকে বস্ত্র,সরকারী ভগ্যপণ্য বিতরণ,ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।গত শুক্রবার বিকেলে গঙ্গা মন্দির প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাউজানের সংসদ এ.বি.এম ফজলে করিম চৌধুরী এমপি।প্রধান অতিথির বক্তব্যে বলেন রাউজান সম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তির জনপদ, এখানে কেউ সম্প্রীতি বিনষ্ট করতে পারবে না। এই উপজেলার মানুষ অসাম্প্রদায়িক চেতনাকে হৃদয়ে ধারণ করে সকল উৎসবে পার্বনে সামিল হয়। ধর্ম যার যার, উৎসব সবার।পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রকাশ সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ম্যালকম চক্রবর্তীর সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ (বিপিএম),বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, নির্বাহী কর্মকর্তা আব্দুস সামাদ শিকদার, সহকারী পুলিশ সুপার(রাঙ্গুনিয়া-রাউজান সার্কেল) আনোয়ার হোসেন শামীম, সহকারী কমিশনার (ভূমি) রিদুয়ানুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল পালিত,রাউজান পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান, চেয়ারম্যান ভূপেশ বড়ুয়া, আব্বাস উদ্দিন আহমেদ, লায়ন সাহাব উদ্দিন আরিফ, সৈয়দ আবদুল জব্বার সোহেল,রোকন উদ্দিন,বাবুল মিয়া,উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক আবু জাফর,মোহাম্মদ রাশেদ,নোয়াপাড়া ১নং ইউপি সদস্য তপন মল্লিক,যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, রাউজান(দ:)উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহেদুল আলম, সাধারণ সম্পাদক সালাউদ্দিন, দ: রাউজান পুজা উদযাপন পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক রুবেল বৈদ্য,সুজিত দাশ মিন্টু, খোকন চন্দ্র সেন, সিদ্ধার্থ চৌধুরী বাবু, শ্যামল বিশ্বাস ,উদয় দত্ত অর্ক,বটন মালাকার, প্রণব দাশ, সৈকত তালুকদার, চম্পক মিত্র, পিন্টু বিশ্বাস, এড. চট্টেশ্বর ভট্রাচার্য্য, রিনা দত্ত, সঞ্চিতা মল্লিক দত্ত, কাজল চক্রবর্তী প্রমুখ। এসময় জেলা উপজেলা পূজা কমিটির নেতৃবৃন্দসহ স্থায়ীয় আওয়ামীলীগ নেতা ও ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। এছাড়া সভা শেষে পুজা উপলক্ষে তিন হাজার পূজার্থীকে বস্ত্র ও সরকার প্রদত্ত পূজার ভগ্যপণ্য বিতরণ করেন সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী।

Check Also

মহান মে দিবস আজ

আজ মহান মে দিবস। বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের আন্দোলন-সংগ্রামের স্বীকৃতির দিন। শ্রমিকদের দাবির প্রতি সম্মান জানিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x