Saturday , 18 May 2024
শিরোনাম

রাউজানে ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

লোকমান আনছারী রাউজান প্রতিনিধি:

অনুমোদনহীন মেয়াদ উত্তীর্ণ ঐষধ বিক্রির পাশাপাশি ড্রাগ আইন লঙ্ঘনের দায়ে রাউজানে ৬ ফার্মেসি মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার ৩১ ডিসেম্বর রাউজান উপজেলা সদরের জলিল নগর বাস ষ্টেশন,গহিরা চৌমুহনী এলাকায় বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন।অভিযানে নেতৃত্ব দেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার।এতে সহায়তা করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নুর আলম দীন, চট্টগ্রাম জেলা ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক সাখাওয়াত হোসেন রাজু আকন্দ,রাউজান থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।
অভিযান চলাকালে সাধনা ড্রাগ হাউস,মদিনা ফার্মেসী, হক ড্রাগস,পাবলিক মেডিকেল হল, নিউ পাবলিক মেডিকেল হল আর.আর ফার্মেসী সহ ৬টি ঔষধের দোকান থেকে মেয়াদ উর্ত্তিন ঔষধ,ঔষধ তৈয়ারী কোম্পানীর চিকিৎসকের কাছে দেওয়া বিক্রয় নিষিদ্ধ চ্যাম্পল ঔষধ উদ্বার করে। মেয়াদ উত্তীর্ণ ও বিক্রয় নিষিদ্ধ ঔষধ দোকানের মধ্যে রেখে বিক্রয় করার অপরাধে ৬টি ঔষধের দোকান থেকে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালতের ম্যজিস্টেট রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার।অভিযানের সংবাদ পেয়ে উপজেলার সদর ও গহিরায় অন্যান্য ঔষধের দোকান বন্দ্ব করে দোকানের মালিকরা পালিয়ে যায় । রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার বলেন, এই অভিযান অব্যাহত থাকবে।

Check Also

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ চারজনের মৃত্যু

নরসিংদীতে আলাদা স্থানে বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ মে) দুপুর ১২টার দিকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x