লোকমান আনছারী রাউজান প্রতিনিধিঃ
আসন্ন রাউজান প্রেসক্লাব নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের সাথে মতবিনিময় ও প্রতিক বরাদ্দ অনুষ্ঠিত হয়েছে। ১০ ডিসেম্বর শনিবার সকালে রাউজান প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাউজান প্রেসক্লাবের আহবায়ক ও নির্বাচন কমিশনার প্রদীপ শীল। সচিব কামরুল ইসলাম বাবুর সঞ্চালনায় নির্বাচনের নানা কর্ম পরিকল্পনার উপর বক্তব্য রাখেন সাবেক সভাপতি মীর আসলাম, সাবেক সভাপতি শফিউল আলম, সাবেক সভাপতি এম বেলাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক এম রমজান আলী, সাবেক সহ সভাপতি নেজাম উদ্দিন রানা, সাধারণ সম্পাদক পদ প্রার্থী কামাল উদ্দিন হাবিবী, মুহাম্মদ হাবিবুর রহমান, প্রেসক্লাবের সদস্য জিয়াউর রহমান, শাহাদাৎ হোসাইন, লোকমান আনছারী, মোঃ আলাউদ্দিন, যিশু সেন, আবিদ মাহমুদ, রায়হান ইসলাম, প্রমুখ। উল্লেখ্য, আগামী ১৩ ডিসেম্বর মঙ্গলবার রাউজান প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হবে। ১১টি পদে ১৩জন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রতিক বরাদ্দ দেওয়া হয় প্রার্থীদের মাঝে।