Sunday , 19 May 2024
শিরোনাম

রাজতন্ত্র নিয়ে বিতর্ক পুনরায় শুরু করতে অস্বীকৃতি ট্রুডোর

কানাডায় ব্রিটিশ রাজতন্ত্র নিয়ে সাংবিধানিক বিতর্ক পুনরায় শুরু করতে অস্বীকৃতি জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
বৃটিশ রাজ স্বয়ংক্রিয়ভাবে কানাডার রাষ্ট্রপ্রধান।
গত ৮ সেপ্টেম্বর রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর, ১৮৬৭ সালে স্বাধীন হওয়া কানাডায় রাজতন্ত্রের ভূমিকা নিয়ে আবারো বিতর্ক শুরু হওয়ার প্রেক্ষাপটে ট্রুডো রোববার তার এ মত ব্যক্ত করেন। খবর এএফপি’র।
প্রাক্তন ১৪টি উপনিবেশগুলির অন্যতম কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ব্রিটিশ রাজতন্ত্রের অধীন।
এলিজাবেথের শেষকৃত্যের প্রাক্কালে লন্ডনে রেডিও-কানাডাকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রুডো বলেন, “আমার জন্য, এটি কোনো অগ্রাধিকার নয়। এমনকি এটি এমন কিছু নয় যা আমি আলোচনা করার কথা বিবেচনা করি।”
তিনি বলেন, “বিশ্বের সেরা, সবচেয়ে স্থিতিশীল, এমন একটি পদ্ধতিতে গভীর পরিবর্তন আনা আমার জন্য এখন ভালো হবে না।”
তবে গ্লোবাল নিউজের জন্যে ইপসোস পরিচালিত জরিপ অনুসারে, রাজতন্ত্র থাকা না থাকা নিয়ে গণভোট চায় ৫৮ শতাংশ কানাডিয়ান। এদের সংখ্যা আগের বছরের তুলনায় পাঁচ শতাংশ বেড়েছে।
জরিপে দেখা গেছে, মাত্র ৪৪ শতাংশ কানাডিয়ান এলিজাবেথের উত্তরসূরি রাজা চার্লস সম্পর্কে অনুকূল মতামত দিয়েছেন।

Check Also

ময়মনসিংহের ত্রিশালে বোরোধান- চাউল সংগ্রহের উদ্বোধন

দিলীপ কুমার দাস নিজস্ব প্রতিবেদক । ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় সরকারীভাবে ধান-চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x