Saturday , 18 May 2024
শিরোনাম

রাজধানী ধানমন্ডি জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ হসপিটাল সম্মুখে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত

রাজধানী ধানমন্ডি, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপহসপিটাল সম্মুখ থেকে ৩০ ডিসেম্বর২০২২,শুক্রবার,সকাল ৯টা,
নাগরিক সু-স্বাস্থ্যবান,পরিবেশ, জ্বালানি সাশ্রয়, যানজট রোধে, শক্তিশালী নেটওয়ার্ক তৈরির লক্ষ্যে সামাজিক দ্বায়বদ্ধাতা থেকে রয়েল ফিটনেস স্টুডিও বাংলাদেশ ট্যুরিস্ট সাইক্লিস্ট,আয়োজনে ফিট বাংলাদেশ,ধানমন্ডিবাসী, সামাজিক সংগঠনের সহযোগিতায় সকল বয়সীদের মাঝে শরীর চর্চার ও শারীরিক সৌন্দর্য্য ও সুস্থ জীবন যাপনের লক্ষ্যে বছর ব্যাপী সচেতনতা গড়ে তুলতে, পুরোনো বছর বিদায় ও নতুন বছর কে স্বাগত জানতে শান্তিপূর্ণ ও আনন্দদায়ক এক বর্ণাঢ্য সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়।
আয়োজন কে বর্ণিল সজ্জায় বিশেষ আকর্ষণে ছিলেন বাংলাদেশ ট্যুরিস্ট সাইক্লিস্টের প্রধান সমন্বয়কারী মো.আমিনুল ইসলাম টুববুস কে সঙ্গে নিয়ে র‍্যালি উদ্বোধনে অংশ নেন,ফিট বাংলাদেশের, প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী,মো. মাসুম বিল্লাহ রাসেল,
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের
তত্ত্বাবধায়ক প্রকৌশলী, গ্রীণ পেইজ এর প্রধান উপদেষ্টা, বিশিষ্ট পরিবেশবিদ, মোঃ মাহফুজুর রহমান।
জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান, মঞ্জুর হোসেন ঈসা,
মডেল ইমরান খান, এবং জনপ্রিয় বিউটি এক্সপার্ট তানিশা,মূল উদ্যোক্তা হিসেবে ছিলেন, রয়েল ফিটনেস স্টুডিওর প্রধান নির্বাহী কাজী নূর মোহাম্মদ বাপ্পি, তিনি সভাপতির বক্তব্যে প্রতিশ্রুতি দেন
সাইক্লিস্টদের মাঝে জিম বিষয়ে সঠিক শরীর চর্চার পরামর্শ ও বিনামূল্যে সাইক্লিং প্রশিক্ষণ সহ ট্যুরিস্ট গাইডের সহায়তা দেবে বলে এমনটা আশাবাদ ব্যক্ত করেন, এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন, ধানমন্ডিবাসীর প্রধান সমন্বয়কারী দিদার হোসেন পাটোয়ারী,আরও উপস্থিত ছিলেন,
রয়েল ফিটনেসের, সি.ও.
কাজী কায়সার,মিরপুর স্টান্ট বয়েজ
সভাপতি,মোহাম্মাদ আলী রিমন,
কেরানীগঞ্জ সাইক্লিং সিনিয়র এক্সিকিউটিভ কমিটির সদস্য
রফিকুল ইসলাম রফিক , বিশিষ্ট নৃত্য শিল্পী ও অভিনেত্রী নাহার কনা,
ধানমন্ডি বাসীর পক্ষে ছিলেন,
তরুণ সাংস্কৃতিক ব্যাক্তিত্ব,নাইম হোসেন নয়ন,ধানমন্ডি ট্যুরিস্ট সাইক্লিস্টের সদস্য সহ প্রমূখ। র‍্যালিতে বিভিন্ন বয়সী
একশত বেশি সাইক্লিস্টদের
অংশ নিতে দেখা যায়, টি শার্ট পড়ে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল চত্বর থেকে শুরু হয়ে ধানমন্ডির বিশেষ স্থান গুলো প্রদক্ষিন করে আরম্ভের স্থান রয়েল ফিটনেস স্টুডিও এসে এক প্রীতিভোজের মধ্যে দিয়ে
সমাপ্তি হয়।

Check Also

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ চারজনের মৃত্যু

নরসিংদীতে আলাদা স্থানে বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ মে) দুপুর ১২টার দিকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x