রাণীশংকৈলে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত।
আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:-ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মঙ্গলবার ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়। এ উপলক্ষে এদিন সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলন করা হয়।
পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খাদিজা বেগম ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আনোয়ারুল ইসলাম। পরে এক মানববন্ধন ও র ্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও খাদিজা বেগমের সভাপতিত্বে সভায় সংশ্লিষ্ট কমিটির সদস্য, বিভিন্ন রাজনৈতিক নেতা, কর্মকর্তা,শিক্ষক -শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য দেন- সহকারী কমিশনার(ভূমি) মজিবর রহমান, কমিটির সভাপতি আনোয়ারুল ইসলাম, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মিজানুর রহমান ও সেক্রেটারি রজব আলী, পৌর বিএনপির সভাপতি শাহজাহান আলী ও সম্পাদক মহসিন আলী, সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, মহিলা দল নেত্রী মনিরা বিশ্বাস ও আনারকলি বেগম,গণ-অধিকার পরিষদ নেতা মামুনুর রশিদ মামুন ও সোহরাব হোসেন, শিক্ষক শাহাবুদ্দিন আহমেদ ও মেহবুবা আকতার স্নিগ্ধা,প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলম ও সদস্য এনটিভি প্রতিনিধি রফিকুল ইসলাম সুজন,স্কাউট লিডার ফেরদৌস আলম মানিক,ছাত্র প্রতিনিধি তারেক মাহমুদ প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে দুর্নীতি প্রতিরোধে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিকভাবে সচেতনতা সৃষ্টি করার কথা বলেন। ইউএনও তার বক্তব্যে দুর্নীতি প্রতিরোধে সর্বাগ্রে পারিবারিক শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি তিনি দুর্নীতির বিরুদ্ধে সকলকে সজাগ থাকার আহবান জানান। অনুষ্ঠান উপস্থাপনা করেন কমিটির সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার বসাক।























