আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি।
এ উপলক্ষে এদিন বিকেল ৪টায় উপজেলা হলরুমে সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ও ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও-৩ সংসদ সদস্য হাফিজউদ্দীন আহম্মেদ। এ সময় বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতা, উপকারভোগি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন- সমাজসেবা অফিসার আব্দুর রহিম। তিনি তার বক্তব্যে সমাজকল্যাণ পরিষদ ও সমাজসেবা অধিদপ্তর কর্তৃক এ চেক প্রদানের বিস্তারিত তথ্য তুলে ধরেন। আরো বক্তব্য দেন- মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, উপকারভোগি লিলি বসাক ও এলাসি বাসকে প্রমুখ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাপা নেতা জাহাঙ্গীর আলম, আবু তাহের, শামসুল আরেফিন ও আখতারুল ইসলাম, ইএসডিও ম্যানেজার খায়রুল ইসলাম, প্রেসক্লাব সহ-সম্পাদক রফিকুল ইসলাম সুজন প্রমুখ।প্রধান অতিথি তার বক্তব্যে বর্তমান আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের আওতায় বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্য সেবার উন্নয়নের কথা বলেন।এইসাথে তিনি এসব খাতে বিশেষ সহায়তা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন।
পরে, ক্ষুদ্র নৃগোষ্ঠির ২০টি পরিবার ও ২০ জন শিক্ষার্থীর প্রত্যেককে ২ হাজার টাকার এবং ১৮ জন চিকিৎসার্থীর প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়। চেক গ্রহীতা উপকারভোগিরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।