আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল( ঠাকুরগাঁও)প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বুধবার ২৭ মার্চ সরকারের কৃষি প্রণোদনা হিসেবে কৃষকদের মাঝে বিনামূল্যে ধান ও পাটের বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে এদিন সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস চত্বরে ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান শেফালী বেগম , স্থানীয় এম.পির প্রতিনিধি উপজেলা জাতীয় পার্টির আহবায়ক জাহাঙ্গীর আলম ও যুগ্ম আহবায়ক আবু তাহের। এছাড়াও এসময় বিভিন্ন কর্মকর্তা, কৃষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্য দেন- কৃষি অফিসার শহিদুল ইসলাম। তিনি তার বক্তব্যে সরকারের এ কৃষি ও কৃষক প্রণোদনার আওতায় কৃষকদেরকে বিনামূল্যে বীজ ও সার বিতরণের বিস্তারিত তথ্য তুলে ধরেন। ভাইস চেয়ারম্যান শুভেচ্ছা বক্তব্য দেন। উপজেলা চেয়ারম্যান তার বক্তব্যে সরকারের এ কৃষি প্রণোদনা কার্যক্রমের প্রশংসা করেন এবং বিতরণ করা বীজ ও সার সঠিকভাবে কাজে লাগানোর জন্য উপস্থিত কৃষকদের দৃষ্টি আকর্ষণ করেন। উপস্থাপনা করেন উপসহকারি কৃষি অফিসার সাদেকুল ইসলাম।