আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল( ঠাকুরগাঁও) প্রতিনিধি।। আন্তর্জাতিক নারী পক্ষের আওতায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শুক্রবার বেগম রোকেয়া দিবস পালিত হয়।
এ উপলক্ষে এদিন সকাল ১১ টায় উপজেলা হলরুমে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিত সাহা ও প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম। এ ছাড়াও সভায় বিভিন্ন কর্মকর্তা, সামাজিক সাংস্কৃতিক নেতা, শিক্ষক ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। আরো উপস্থিত
ছিলেন বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, মহিলা লীগ’ সম্পাদিকা ফরিদা ইয়াসমিন প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে বেগম রোকেয়াকে নারী জাগরণের উল্লেখ করে তাঁর জীবন ও কর্মের কথা বলেন।
পরে, ফাতেমা বেগম, শেফালী বেগম, কামরুন্নেসা, নাসরিন আকতার ও নীলমণি পাহান এ পাঁচজন কৃতি নারীকে জয়িতা সম্মাননা স্মারক প্রদান করা হয়। উপস্থাপনা করেন, উপসহকারি কৃষি অফিসার সাদেকুল ইসলাম।