আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি।। সর্বস্তরের হাজারো মুসল্লীর অংশগ্রহণে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার শত বছরের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত আদর্শ প্রধান শিক্ষক গিয়াসউদ্দিন আহম্মদের (৮২) জানাযা ও দাফন সম্পন্ন হয় শুক্রবার (২৭) অক্টোবর। এদিন তিনি হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া গ্রামের বাড়িতে সকাল সাড়ে ৯ টায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন।( ইন্না লিল্লাহি…রাজিউন) এ দিন বিকেল সাড়ে ৩ টায় তাঁর দীর্ঘদিনের কর্মস্থল রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ১ম জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাযার আগে মরহুমের স্মৃতিচারণ করে এবং তাঁর রুহের মাগফেরাত কামনা করে বক্তব্য দেন- মরহুমের সাবেক ছাত্র- সাবেক এমপি অধ্যাপক ইয়াসিন আলী, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, উপজেলা আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের অবসরপ্রাপ্ত উপ পরিচালক আক্তারুজ্জামান,অবসরপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম, জেলা শিক্ষক সমিতির সভাপতি মফিজুল ইসলাম,সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম, প্রধান শিক্ষক সোহেল রানা, আ’লীগ নেতা আনোয়ারুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান, নুরুজ্জামান মাস্টার প্রমুখ।
পরে তার নিজ গ্রাম ডাঙ্গীপাড়ায় দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়। তিনি ৩ পুত্র, ১ কন্যামহ অসংখ্য উচ্চপদস্থ ছাত্র-ছাত্রী ও আত্মীয় শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তার মৃত্যুতে উপজেলা শিক্ষক সমিতি, রাণীশংকৈল প্রেসক্লাব (পুরাতন), রাণীশংকৈল প্রেসক্লাব, প্রগতি ক্লাব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস পরিবার, বিভিন্ন রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, সামাজিক- সাংস্কৃতিক সংগঠন, সকল শিক্ষা প্রতিষ্ঠান গভীর শোক প্রকাশ করেছেন।
জানাযা নামাজ পড়ান মরহুমের ছেলে অধ্যাপক শামীম আহম্মেদ এ। মোনাজাত পরিচালনা করেন আবাদ তাকিয়া কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবদুল্লাহিল বাকী।