আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা হলরুমে বৃহস্পতিবার ১ ডিসেম্বর আগামি ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, আ’লীগ সভাপতি সইদুল হক, ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, আ’লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ হোসেন বিপ্লব, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও ফারুক আহমেদ, সহ-অধ্যাপক সুকুমার মোদক, সহ-অধ্যাপক প্রশান্ত বসাকসহ বিভিন্ন কর্মকর্তা,সামাজিক-রাজনৈতিক নেতা,মুক্তিযোদ্ধা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় সরকারি নির্দেশনার আলোকে যথাযথভাবে ১৪ ও ১৬ ডিসেম্বর পালনের সিদ্ধান্ত নেয়া হয়।