উৎসব মুখর পরিবেশে লক্ষ্মীপুরে জেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলার ৫টি উপজেলার ৬টি কেন্দ্রে ভোটাররা (জনপ্রতিনিধি) শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোট দেন।
পরে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ। এতে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত মোহাম্মদ শাহজান। সাধারণ সদস্য পদে বিজয়ী হয়েছেন সদরে মৎস্যজীবী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন। তিনি তালা প্রতীক নিয়ে ৯৮ ভোট পেয়ে বিজয়ী হন।
অন্যদিকে রামগঞ্জ উপজেলায় তালা প্রতীক নিয়ে উপজেলা যুবলীগ আহবায়ক সৈকত মাহমুদ ১৩৫ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
রায়পুর উপজেলায় টিউবওয়েল প্রতীক নিয়ে যুবলীগ নেতা এ বি এম ইয়াহিয়া বিন জাকারিয়া ৯০ভোট পেয়ে বিজয়ী হন।
রামগতি উপজেলায় বৈদ্যুতিক পাখা প্রতীক নিয়ে উপজেলা যুবলীগের আহবায়ক মেজবাহ উদ্দিন হেলাল ৬৩ভোট পেয়ে বিজয়ী হন।
কমলনগর উপজেলায় তালা প্রতীক নিয়ে উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মনিরুল ইসলাম রিপু ৪৬ ভোট পেয়ে বিজয়ী হন।
এছাড়া কমলনগর, রামগতি সদর আংশিকের সংরক্ষিত নারী সদস্য পদে ফুটবল প্রতীক নিয়ে আওয়ামী লীগ সমর্থিত শারমিন জাহান অরিন ১৪৩ ভোট পেয়ে বিজয়ী হন।
রায়পুর, রামগঞ্জ ও সদর আংশিক থেকে দোয়াত কলম প্রতীক নিয়ে আওয়ামী লীগ সমর্থিত তাহমিনা আক্তার ২০৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।