Monday , 6 May 2024
শিরোনাম

ত্রিশালে ইউএনও’র প্রচেষ্টায় নিরাপদ সড়ক ও যানজট নিরসনে কোটি টাকার প্রকল্প অনুমোদন

আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ
অত্যন্ত দূর্ঘটনা প্রবণ ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এর ত্রিশাল অংশে নিরাপদ সড়ক ও যানজট নিরসনে ফুটওভার ব্রিজ ব্যবহার নিশ্চিত করতে সড়ক ও জনপদ বিভাগ,ময়মনসিংহ কর্তৃক প্রায় কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প অনুমোদিত হয়েছে। সর্বোচ্চ আগামী ২ মাসের মধ্যে কাজ শুরু হবে বলে আশা করা যাচ্ছে।
ত্রিশালের উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তারুজ্জামান সংশ্লিষ্ট বিভাগের প্রকৌশলীকে প্রাক্কলনকালে ডিজাইনগত বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা ও মতামত প্রদান করেছেন।
এতে রয়েছে রোড ডিভাইডারে গুনগত মানসম্পন্ন বেরিক্যাড,ফুট ওভার ব্রিজে উঠানামার রাস্তা ও অন্যান্য সংশ্লিষ্ট আইটেমসমূহ।
ত্রিশালের ইউএনও ও উপজেলা পর্যায়ে মন্ত্রীপরিষদ বিভাগের একমাত্র প্রতিনিধি মোঃ আখতারুজ্জামান জানান,নিরাপদ সড়ক ও যানজট নিরসনে উপজেলা প্রশাসন,ত্রিশাল কর্তৃক এই ধরনের সমন্বিত পদক্ষেপ চলমান থাকবে ইনশাআল্লাহ।

Check Also

‘সব ক্ষেত্রে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে’

সব ক্ষেত্রে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা সেনানিবাস এলাকায় সশস্ত্র …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x