ইউরোপীয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন বলেছেন, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার ষষ্ঠ প্যাকেজের ব্যাপারে এখনো চুক্তিতে পৌঁছানো যায়নি। এই প্যাকেজে রাশিয়ান তেল আমদানিও নিষেধাজ্ঞার আওতায় থাকছে।
ইইউর ২৭ দেশের নেতাদের অনুষ্ঠেয় সম্মেলন স্থলে পৌঁছে সাংবাদিকদের তিনি বলেন, নিষেধাজ্ঞা দেওয়া খুব সহজ না। এখন ষষ্ঠ প্যাকেজের ক্ষেত্রেও একইরকম কঠিন। সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইন এই খবর দিয়েছে।উরসুলা ভন ডার লেন বলেন, সবার ক্ষেত্রে স্বচ্ছ থাকা খুব গুরুত্বপূর্ণ। এই ব্যাপারে আমরা এখনো কোনো সমাধান খুঁজে পাইনি। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এটা সমাধান হবে সে প্রত্যাশাও আমার খুব বেশি না। তারপরও আমি আত্মবিশ্বাসী যে একটা সম্ভাবনা থাকবে।
এক মাস আগে ষষ্ঠ ধাপের এই নিষেধাজ্ঞার ব্যাপারে ঘোষণা দেয় ইইউ। তারপরও চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারছে না ২৭ দেশের এই ব্লকটি। কারণ নতুন এই নিষেধাজ্ঞা কার্যকর করতে ইইউর সব সদস্য দেশের অনুমোদন প্রয়োজন। কিন্তু এই নিষেধাজ্ঞা প্রস্তাবের শুরুতেই হাঙেরি এর প্রধান বিরোধী হয়ে উঠে। কারণ দেশটি রাশিয়ার তেলের ওপর অনেকাংশে নির্ভরশীল।