Sunday , 5 May 2024
শিরোনাম

সিরাজদিখানের শেখর নগর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা।

স্টাফ রিপোর্টার:

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার শেখর নগর ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

সোমবার (৩০মে) বিকাল ৪টায় শেখরনগর ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ আঙিনায় উন্মুক্ত বাজেট সভায় ২০২২-২৩ অর্থবছরের ৮৮ লক্ষ ৯৬ হাজার ৩থশ ৬৬ টাকার সম্ভাব্য এ বাজেট ঘোষণা করেন ইউপি সচিব মো. আব্দুল হামিদ।

শেখর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেবব্রত সরকার টুটুলের সভাপতিত্বে ও ইউপি সচিব মো. আব্দুল হামিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেখর নগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এস.এম আমজাদ হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলী আজগর এন্ড আব্দুল্লাহ ডিগ্রী কলেজের অধ্যক্ষ বিশুদ্ধানন্দ চক্রবর্তী, খারশুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র সরকার, শেখর নগর বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সেরাজুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা শামসুল হক, শেখর নগর বালিকা উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এম এ কালাম আজাদ, ব্যাংক কর্মকর্তা মো. শামসুল হক বেপারী, শেখর নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এম এ ওহাব মোল্লা, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি  আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা আনিছুর রহমান, ইউপি সদস্য হেলাল খান, সদস্য এম এস আই সোহেল, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ইয়াহিয়া খান আজিম।

এছাড়াও বাজেট অনুষ্ঠানে সংরক্ষিত মহিলা ইউপি সদস্য, পুরুষ সদস্য, শিক্ষক মুক্তিযোদ্ধা, সাংবাদিকগণ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইউপি চেয়ারম্যান দেবব্রত সরকার টুটুল বলেন, আমার ইউনিয়নের সকল নাগরিক ইউনিয়ন পরিষদে এসে সমান অধিকার এবং সেবা পাবেন। আমার সাধ্যমত আমার ইউনিয়নের অসহায় ও গরীব মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করব।

Check Also

ক্লাস শুরু রোববার: মানতে হবে যেসব নির্দেশনা

সারা দেশে রোববার (৫ মে) থেকে মাধ্যমিক পর্যায়ের স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x