রাশিয়া থেকে ভারতের জ্বালানি তেল আমদানিতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলোর আপত্তি থাকলেও তারা এটি মেনে নিয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বসবাসকারী ভারতীয়দের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেছেন জয়শঙ্কর। ভারত-থাইল্যান্ড যৌথ কমিশন বৈঠকে অংশ নিতে গত মঙ্গলবার (১৬ আগস্ট) তিনি ব্যাংককে গেছেন।
রাশিয়া থেকে তেল কেনার পক্ষে যুক্তি দিতে গিয়ে তিনি বলেন, যারা আগে ভারতে তেল রপ্তানি করত তাদের অনেকে এখন ইউরোপে তেল রপ্তানি করছে। ইউক্রেন যুদ্ধের মধ্যে তারা রাশিয়া থেকে আমদানি কমিয়ে দিয়েছে।
তিনি বলেন, তেলের দাম ‘অযৌক্তিকভাবে বেশি’ এবং গ্যাসের দামও তাই। যে দেশগুলো বহুদিন ধরে এশিয়ায় তেল রপ্তানি করছিল তারা ইউরোপে চলে যাচ্ছে।
এক প্রশ্নের উত্তরে জয়শঙ্কর বলেন, ‘এটি এমন একটি পরিস্থিতি যেখানে প্রতিটি দেশ তার নাগরিকদের স্বার্থ রক্ষার সর্বোচ্চ চেষ্টা করবে, জনগণের কষ্ট লাঘবের চেষ্টা করবে। আমরাও ঠিক এটিই করছি।’
তিনি বলেন, রাশিয়া থেকে তেল আমদানির সঙ্গে ভারতের প্রতিরক্ষার কোনো সম্পর্ক নেই। আমরা আমাদের স্বার্থের ব্যাপারে খুবই খোলামেলা এবং সৎ। ভারতের জনগণ যাতে সবচেয়ে কম দামে তেল পায় তা নিশ্চিত করা তাদের নৈতিক দায়িত্ব।