মনিরুল ইসলাম, মেহেরপুর।
রাস্তায় মাটি ফেলে জনসাধারণের পথচলায় অসুবিধা সৃষ্টি করার জন্য গাঁড়াডোব পোড়াপাড়ার 5 স্টার ব্রিকস্ , মোয়াজ ব্রিকস্, RSBC ব্রিকস এবং হাড়িয়াদহ রোডের ঢাকা ব্রিকস এবং ASB ব্রিকসের মালিকদের নিকট থেকে মোট ১লক্ষ ৮০ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড আদায় করা হয়। এসময় পুনরায় যাতে এধরণের অপরাধ না করে সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করা হয় এবং রাস্তার মাটি অপসারণ করে চলাচলের উপযোগী করার জন্য সংশ্লিষ্ট সকল ভাটা মালিককে নির্দেশনা দেয়া হয় জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে।
“ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩” এর আওতায় এই অর্থদণ্ড আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মৌসুমী খানম।