Tuesday , 14 May 2024
শিরোনাম

রিয়াদে প্রয়াত প্রবাসী তিন সাংবাদিক সন্মানে বাপ্রসাফের আয়োজনে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আরিফুল ইসলাম সৌদি আরব প্রতিনিধি

রিয়াদে সদ্য প্রয়াত ৭১টিভির প্রতিনিধি মরহুম সাংবাদিক সালাহউদ্দিন, চ্যানেল আইর ক্যামেরা পার্সন মরহুম হানিফ মিয়া, ও একুশে টিভি প্রতিনিধি মরহুম ওয়াহিদুল ইসলামের জন্য স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।সভায় প্রয়াত তিন সাংবাদিকের অবদান ও তাদের কর্মময় জীবন নিয়ে আলোকপাত করা হয়।পবিএ কোরআন তেলওয়াত এর মাধ্যমে সভা শুরু করা হয়। বাপ্রসাফ এর পক্ষ থেকে মরহুম সাংবাদিক সালাহউদ্দিন এর পরিবারকে সহযোগিতা হিসাবে ১ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষনা করা হয়।।বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের প্রতিষঠাতা সভাপতি ও এনটিভি সৌদিআরব প্রতিনিধি প্রধান ফারুক আহমেদ চানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাপ্রসাফের নবনির্বাচিত প্রধান উপদেষ্টা, এশিয়ান টিভি প্রতিনিধি,ডিএমসি গুরুপের এমডি,আবদুল্লাহ আল মামুন, বিশেষ অতিথি ছিলেন বাপ্রসাফ উপদেষ্টা সাংবাদিক মো:জাহাঙ্গীর আলম,দৈনিক নয়াদেশ বার্তা সমপাদক হারুনুর রশীদ,বাপ্রসাফ সাধারণ সমপাদক ও বর্ণ টিভির পরিচালক ফকির আল আমিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন প্রবাসী সিনিয়র সাংবাদিক মোহনা টিভির প্রতিনিধি নাট্যকার মো:জাহাঙ্গীর আলম হৃদয়, বাপ্রসাফ সিনিয়র সহ:সভাপতি মাসুদ রানা,ফোরাম সাংগঠনিক সমপাদক মাইটিভির প্রতিনিধি সাদেক আহমেদ, বাপ্রসাফ প্রচার ও প্রকাশনা সমপাদক,এস এ টিভি প্রতিনিধি ফকির হাকিম, দপ্তর সমপাদক ও নিউজ বাংলা ৫২ টিভি প্রতিনিধি আরিফুল ইসলাম, তিতাস টিভি প্রতিনিধি আল আমিন বীন নান্নু মিয়া, দৈনিক তৃতীয় মাএা প্রতিনিধি দেলোয়ার হুসেইন, আই ওয়ান টিভি প্রতিনিধি তানিয়া আহমেদ। সভায় সংহতি প্রকাশ করে বাপ্রসাফের সাথে থাকার অংগীকার ব্যক্ত করে বক্তব্য রাখেন রাজনীতিবিদ ও ব্যবসায়ী তালুকদার হারুনুর রশিদ,কাজী আইয়ুব আলী,বীর মুক্তিযোদ্দা ওয়াজেদ হোসেন,রাকীবুল হাসান,ডিএমসির গুরুপের ভাইস প্রেসিডেন্ট ফজলে রাব্বি, ডিএমডি শাখাওয়াত হোসেন আরমান, ডিরেক্টর জাকির হোসেন,আলতাফ হোসেন, সোহেল আলম,বখতিয়ার আহমেদ,রাজনীতিবিদ মতিউর রহমান সওদাগর প্রমুখ।সভায় প্রয়াত তিন প্রবাসী সাংবাদিক ও প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী তোফায়েল আহমেদ এর মৃত্যুতে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।বিপুল সংখ্যাক বিভিন্ন পর্যায়ের প্রবাসীদের উপস্থিতি ছিলো দোয়া মাহফিলে।

Check Also

‘ডোনাল্ড লুর সফরে ভিসা নীতি-র‍্যাবের নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা হবে’

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সঙ্গে আলোচনায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x