নিজস্ব প্রতিনিধি।। “নাইট কুইন” ফুল হলো রাতের রানীখ্যাত ফুল। এই ফুলটি রাতের আঁধার আলো করে ফোটে ।নজরকাড়া সুগন্ধ মানুষকে আকৃষ্ট করে। এ ফুলটি অন্যান্য যে কোনো ফুল থেকে ভিন্ন।
০৯-০৭-২০২২ইং শনিবার রাত সাড়ে ১১১ টায় এই ফুল ফুটেছে। কুমিল্লার মুরাদনগর উপজেলার বাংগরা বাজার থানাধীন সিমানার পাড় গ্রামের এম.এ. হান্নানের বাড়িতে। এম.এ. হান্নান বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট এর অবসরপ্রাপ্ত সরকারি চাকুরীজীবি।
তিনি বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট এ চাকুরী করাকালীন থেকে “নাইট কুইন” ফুলের নিয়মিত পরিচর্যা করে আসছেন। বর্তমানে তিনি অবসরে এসে নিজ গ্রামের বাড়িতে এসে নিয়মিত পরিচর্যা করছেন। এবার দুইটি গাছে মোট ১৯টি “নাইট কুইন” ফুল ফুটে।