কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ
কুষ্টিয়া রেলওয়ের অব্যবস্থাপনার পরিবর্তনে মহিউদ্দিন রনির উত্থাপিত ৬ দফা বাস্তবায়ন ও রেলওয়ের সেবার মান বৃদ্ধির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে কুষ্টিয়ার একাধিক সামাজিক সংগঠন। রবিবার বিকাল সাড়ে ৫ টায় কুষ্টিয়ার কোর্ট স্টেশনে এই অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন, মানবিক যোদ্ধা সংগঠনের প্রতিষ্ঠাতা আয়েশা ফেরদৌসী, বিবিসিএফ কুষ্টিয়া জেলা ও মানুষ মানুষের জন্য কুষ্টিয়ার সাংগঠনিক সম্পাদক নাব্বির আল নাফিজ, এমটিএন নিউজ ২৪ এর প্রকাশক ও সম্পাদক আমিন হাসান,কালপুরুষ-সাংগাঠনিক সম্পাদক-অপু হোসেন,অসহায় মানব সেবা সংগঠনের সদস্য বান্না হোসেন, মানুষ মানুষের জন্য কুষ্টিয়ার সদস্য জিকু, মানবিক যোদ্ধা সংগঠনের সদস্য ইমরান আজিজ, মোস্তফা শাকিল, পান্না রেজা, বটছায়ার সভাপতি ইলিয়াস আহমেদ জুবায়ের। এসময় বক্তারা বলেন, বাংলাদেশ রেলওয়ের ভয়াবহ দুর্নীতির বিরুদ্ধে কয়েকদিন যাবত কমলাপুর রেলস্টেশনে অবস্থান কর্মসূচি পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহিউদ্দিন রনি। আমারও মহিউদ্দিন রনির সাথে একাত্মতা ঘোষণা করে আজ কুষ্টিয়া কোর্ট স্টেশনে অবস্থান কর্মসূচি পালন করছি।মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেছিলেন, “তোমরা যারা ঘুষ খাও, তারা ঘুষ না খাইয়া পায়খানা থেকে বালতি আইনা সমানে খাও”!রনি ও আমাদের ৬ দফা হল : টিকিট ক্রয়ের ক্ষেত্রে সহজ ডটকম কর্তৃক যাত্রী হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে। হয়রানির ঘটনায় তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করতে হবে। যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে টিকিট কালোবাজারি প্রতিরোধ করতে হবে। অনলাইনে কোটায় টিকিট ব্লক করা বা বুক করা বন্ধ করতে হবে। সেই সঙ্গে অনলাইন-অফলাইনে টিকিট ক্রয়ের ক্ষেত্রে সর্বসাধারণের সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। যাত্রী চাহিদার সঙ্গে সংগতি রেখে ট্রেনের সংখ্যা বৃদ্ধিসহ রেলের অবকাঠামো উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে। ট্রেনের টিকিট পরীক্ষক ও তত্ত্বাবধায়কসহ অন্যান্য দায়িত্বশীলদের কর্মকাণ্ড সার্বক্ষণিক মনিটর, শক্তিশালী তথ্য সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে রেলসেবার মান বৃদ্ধি করতে হবে। ট্রেনে ন্যায্য দামে খাবার বিক্রি, বিনামূল্যে বিশুদ্ধ পানি সরবরাহ ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে হবে। উল্লেখ্য, বাংলাদেশ রেলওয়ের অব্যবস্থাপনা ও টিকিট নিয়ে অনিয়ম-দুর্নীতির অভিযোগ নতুন নয়। ঈদ এলেই অব্যবস্থাপনা চিত্র নতুন করে সামনে আসছে। এবার ঈদে একটি নতুন বিষয় যুক্ত হয়েছে এবং সেটি হচ্ছে শিকল পরা ঢাবি ছাত্র মহিউদ্দিন রনির ব্যতিক্রমী আন্দোলন কর্মসূচি। ঈদের দিন থেকে রেলের টিকিট সিন্ডিকেটের বিরুদ্ধে ৬ দফা দাবিতে সোচ্চার তিনি। রনির আন্দোলন যে যৌক্তিক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রায়ের মধ্য দিয়েই তা প্রমাণিত। রনির এ আন্দোলন ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন প্রান্তে। তার ৬ দফার সমর্থনে আন্দোলন হয়েছে বা হচ্ছে চট্টগ্রাম, দিনাজপুর, ঈশ্বরদী, নোয়াখালী, সিলেট ও চুয়াডাঙ্গসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলন চলছে।