Tuesday , 21 May 2024
শিরোনাম

লালমনিরহাটে উগ্রবাদ প্রতিরোধে সুশীল সমাজের ভূমিকা শীর্ষক সেমিনার

বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মান প্রকল্পের আওতায় লালমনিরহাটে দিনব্যাপী উগ্রবাদ প্রতিরোধে সুশীল সমাজের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের আয়োজনে সকাল ১০টায় জেলা শহরের ডাকবাংলো অডিটরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার,

আহমেদুল ইসলামের (পিপিএম,বার) সঞ্চালনায় সেমিনারের উদ্বোধন করেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ।

লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড.মতিয়ার রহমান, লালমনিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ ইউসূফ আলী, মেয়র রেজাউল করিম স্বপন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন প্রমুখ।

দিনব্যাপী এ সেমিনারে পৌরসভার কাউন্সিলর, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউপি সদস্য, গ্রাম পুলিশ, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Check Also

নির্বাচনে প্রচারণার খিচুড়ি গেল শিক্ষা প্রতিষ্ঠানে

নাহিদুল ইসলাম হৃদয়, বিশেষ প্রতিনিধি: মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে খিচুড়ি রান্না …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x