নিজস্ব প্রতিবেদক
২০১২ সালে প্রতিষ্ঠিত হয়ে শততম সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে কুষ্টিয়া। ০২ ফেব্রুয়ারি, ২০২৪ ভাষার মাসের প্রথম শুক্রবার বিকেল তিনটায় কুষ্টিয়া এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজের কনফারেন্সরুমে এই আড্ডা অনুষ্ঠিত হয়।
ফোরামের সভাপতি মুনশী সাঈদের সভাপতিত্বে শততম আসরে মূখ্য আলোচক ছিলেন কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক অজয় মৈত্র।
ফোরামের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ সাঈদের সঞ্চালনায় প্রথমেই কুষ্টিয়ার লেখক ফোরামের যে সকল সদস্য মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি সম্মান জানিয়ে একমিনিট নীরবতা পালন করা হয়। পরে লেখক ফোরামের প্রকাশনা ‘অক্ষরপত্র’ এবং কবি সুলতানা রেবেকা নাসরীণের কবিতার বই ‘পাথর বাঁচিয়ে রেখেছি’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন অতিথিরা। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন কুষ্টিয়া আবৃত্তি পরিষদের সভাপতি কবি আলম আরা জুঁই ও এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান এম এইচ রাসেল।
এসময় কুষ্টিয়া জেলার বিভিন্ন কবি, সাহিত্যিক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।