রাম বসাক, শাহজাদপুর, সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার বিভিন্ন হাটবাজারে কেজি দরে তরমুজ বিক্রি করায় ব্যবসায়ীরা অধিক মুনাফা লাভ করছেন আর ক্রেতা ঠকছেন। ব্যবসায়ীরা তরমুজ ক্ষেত বিঘা বা পিস চুক্তিতে ক্ষেত মালিকের নিকট থেকে ক্রয় করছে। আর বাজারে এনে ক্রেতার কাছে কেজি দরে বিক্রি করছেন। এতে ব্যবসায়ীরা লাভবান হচ্ছেন আর ক্রেতা ঠকছেন বলে অভিযোগ উঠেছে।
শাহজাদপুর উপজেলার সবগুলো তরমুজের হাট বাজার এবং গ্রামের প্রত্যেক হাটবাজারে তরমুজের দোকানে, ছোট-বড় বিভিন্ন জনপদে কেজি দরে তরমুজ বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা তরমুজ ক্ষেতের মালিক বা চাষির নিকট থেকে বিঘা বা পিচ চুক্তিতে তরমুজ ক্রয় করছেন আর অনেক খুচরা ব্যবসায়ী আড়ৎ থেকে পিস হিসাবে তরমুজ ক্রয় করছেন। এতে প্রতি পিস ছোট তরমুজ ১৫/২৫ টাকা আর বড় প্রতি পিচ তরমুজ ৩৫/৭০ টাকা করে পড়ছে। ব্যবসায়ীরা তরমুজ কমদামে পিস হিসাবে ক্রয় করে বাজারে এনে ক্রেতার কাছে খুচরা কেজি দরে বিক্রয় করছেন। সিন্ডিকেট করে ব্যবসায়ীরা ভালো মানের তরমুজ শুরুতে ৫০-৬০ টাকা কেজি বিক্রি করলেও এখন প্রতি কেজি ৪০টাকা কেজি দরে বিক্রি করছেন